এইবার চোখের ইশারায় কন্ট্রোল করুন আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সহ যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস

11
1545

আস সালামু আলাইকুম, কি অবাক হয়েছেন নাকি? অবাক হওয়ার কিছুই নেই, ঘটনা সত্যি।আর সেটাও করতে পারবেন আপনি নিজেই যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস। যেটা বলেছি সেটা শুনেই যদি অবাক হয়ে যান তাহলে আরও অবাক হওয়ার কথা শুনলে কি হবেন সেটা আমার নিজেরও জানা নাই। আমি তো বলেছি চোখের ইশারার কথা। যদি বলি চোখের ইশারারও দরকার নাই? তাহলে? এইবার ভাবছেন আমি পাগল? আরে না। দুনিয়া এখন অনেক এগিয়ে। আপনি যদি এগুলো না জেনে থাকেন তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। আর যারা এগুলো জানবে তারাই আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে। কিছুদিনের মধ্যেই এর চাহিদা পৃথিবীতে সবচেয়ে বেশি হবে। এখন যে এর চাহিদা কম সেটা বললেও ভুল হবে। প্রচুর চাহিদা আছে এই জিনিসগুলোর। আমি কি বলতে চাচ্ছি সেটা হয়ত কেউ কেউ অনুমান করে বুঝে ফেলেছেন। আমি বলতে চাচ্ছি আসলে অটোমেশন প্রযুক্তির কথা।

অটোমেশন কি?

অটোমেশন মানে হচ্ছে, যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিজে নিজেই কাজ করবে। মানে কোনো একটা ইলেক্ট্রনিক জিনিসের মধ্যে মস্তিষ্কের মত কিছু একটা ঢুকিয়ে দেয়া যা নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে কি করবে। আর এটা অতটা কঠিন না যতটা আপনি ভাবছেন। কারণ এগুলো মানুষই করে। আচ্ছা চলুন একটু উদাহারণ দিয়ে জেনে নিই…

আপনি আপনার বাসার দরজার সামনে দাঁড়ানো মাত্রই দেখলেন দরজা Automatically  খুলে গেলো, আবার বেসিনের সামনে দারাতেই দেখলেন বেসিনের পানি পড়ছে, রুমে প্রবেশ করা মাত্রই রুমের লাইট-ফ্যান অন হচ্ছে, কি আশ্চর্য ব্যাপার! অবাক হবার কিছুই নেই যে ঘটনাগুলো আপনার সামনে ঘটলো, সেগুলো আসলে Electronic Automation প্রজক্তির তেলেসমাতি। আর এগুলো ঘটানো হয়েছে Micro-Controllar নামক এক ধরনের Programmable Integrated Circuit দারা। শুধু এগুলোই নয়, আপনারা ইন্ড্রাস্ট্রিতে যেই মেশিনগুলো দেখেন অটোমেটিক চলে সেগুলোতেও এই অটোমেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। জিনিসগুলো সিম্পল হলেও এই অটোমেশন প্রযুক্তিতে ইনকাম অনেক বেশি। 

অটোমেশন নিয়ে কাজ করার পরিকল্পনা থাকলে Micro-Contorller সমপর্কে জানা আপনরা জন্য আবশ্যক। Micro-Controllar শিখতে আগ্রহী হলে MHR Electornics & ICT Training Center এর Micro-Controllar Based Embedded System Desing & Roboticsকোর্সে অংশ গ্রহন করে আপনিও হতে পারেন একজন সফল অটোমেশনার। একদম কম খরচে শিখতে পারছেন অটোমেশন।মাত্র ৮হাজার টাকায়। ঢাকায় মাত্র এ ধরণের দুই একটি প্রতিষ্ঠান রয়েছে। তবে সকল প্রতিষ্ঠান থেকে বেশি শিখানোর এবং সুযোগ দেয়ার গ্যারান্টি দিচ্ছি। এছাড়াও আমাদের এই প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ এবং জয়পুরহাটেও রয়েছে। 

আর ইলেক্ট্রনিক সব যন্ত্রপাতি কিনতে ভিজিট করুন… www.sigmatechbd.com

আপনি কি এখনও বেকার? বা পড়ালেখার পাশাপাশি চাকরী খুঁজছেন।অথবা ডিপ্লোমার জন্য ইন্টার্নশিপ করার জন্য ভাল ট্রেনিং সেন্টার খুঁজছেন? 

তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা শিখিয়ে দিবো কিছু আকর্ষণীয় টেকনিক।  কিছু ইলেকট্রনিক জিনিস বানান আর সেগুলো বিক্রি করেই প্রতিদিন ৫০০-৫০০০টাকা ইনকাম করুন। আর ইন্টার্নশিপ করতে চাইলে সেটাও আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে করতে পারবেন। তাই আজই MHR Electornics & ICT Training Center এর Micro-Controllar Based Embedded System Desing & Roboticsকোর্সে অংশ গ্রহন করে আপনিও হতে পারেন একজন সফল অটোমেশনার।

দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত এই খবরটি হয়ত আপনিও পড়েছিলেন? তাই না?

আর না পড়ে থাকলে ছবিতে ক্লিক করে এখনই পড়ে আসুন। MHR Electornics & ICT Training Center এই সৈয়দ তাওসিফ মোনোয়ার মাহবুবুল হাসানেরই প্রতিষ্ঠান। তাই আমরা আপনাকে হাতে কলমে শিখানোর প্রতিশ্রুতি দিচ্ছি। 

বিঃ দ্রঃ আপনাকে ইলেক্ট্রনিক্স এর বেসিক থেকে এডভান্সড ধারণা দিয়ে পরিপূর্ণ করে তোলা হবে এই প্রতিষ্ঠানে।

এছাড়াও আরও কয়েকটি পত্রিকায় আরও কয়েকটি টাইটেলে আমার খবর প্রকাশিত হয়েছিল। সেগুলো না হয় আজ না ই বললাম।

আসুন দেখি কি কি শিখতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠান থেকেঃ

PLC based Industrial Automation:

1.Importer PLC based automation device

2.Installation Setup, Sales and service/support

  1. Automatic manual system with PLC and VFI
  2. Testing and trouble shooting of Electrical and electronic equipment and problem solution
  3. Trouble shooting and training different type of PCB

Microcontroller based Embedded system design and robotics

  1. Digital Logic and system
  2. Electronics circuit design and PCB Design
  3. Power Supply, PCB Design and Soldering
  4. Starting with Microcontroller I/O port Programming
  5. Input and Output device Interfacing , Interrupt
  6. Analog to Digital Converter(SDC), Microcontrollar Timer
  7. Pulse width Modulation(PWM), Workshop on line following robot
  8. Workshop on android control robot
  9. Workshop on obstacle aboiding robotic … :Certificate

 

Professional Training:

  1. Advance Industrial Automation
  2. Industrial Communication
  3. Microcontrollar and Robotics (Arduno)
  4. Microcontrollar and Robotics (Atmel)
  5. Webdesign and Computer topics, HTML5, CSS3, Jquery, Javascript, Bootstrap, Php, MySQL

Industrial Attachment Course Outline

Section 1: Industrial Controlling

Underrating the function of Relay, Timer, Magnetic Contact, Selector Switch Push Button Switch, Solid State Relay(SSR), Over Load Relay, and Phase Failure Relay with practical.
Motor Controlling Project, Relay, Timer, Magnetic Contact Basic Project of Delay System Using Timer
Monitor Staters: DOL Connection, Star-Delta, Reverse, Forward Connection, Automation Reverse Forward. Moto Controlling, Project by Solid State Relay (SSR ), Phase Failure Relay Overload Relay.
Motor Staters: DOL Connection Star-Delta, Reverse Forward Connect, Automation Reverse Forward.


Section 2: Industrial Power Electronics.
For industrial Purpose Testing behavior realize and trouble identification of Resistor, Capacitor, Inductor, Transistor, MOSFET, SCR, IGBT, Rectifier, Diode, opt Coupler, DIAC, TRIAC, Solenoid valve, Temperature, COntroller & Ther Practical.

Section 3: Electrical Device Design:

Battery Charger circuit design and practical implementation
UPS circut: Design and implementation.
IPS circuit Design and implementation
Stabilizer circuit design
Transformer Design and implementation


Section 4: ALL about power supply
Different types of power supply design and observation.Power supply Trouble Shooting

Section 5: Industrial Sensor Application

Sensor Practical Lab Manual: Proximity Sensor Resistance Temperature Detector (RTD, Reverse Forward Connect, Automation Reverse Forward.

Section 6: variable Frequency Inverter( VFI)

Introduction to AC drives & amp; application,
Criteria for Drives Section
Parameter Programming Designing of drive control Pannel
Communication with PLC software
Section 7: Programmable Logic Controller (PLC)

Programming:

Siemens: Logo, S7-200, S7-1200.
Delta: DVP 24ES Series.
LG/LS: Model Master K120s, 8Cs.
Section 8: HMI/Touch Screen Programming

Getting Started with HTML
Creating application, creating tags
Down Ice/ Uploading program crating alarm message, Communication with PLC


Address: House #05,(Ground Floor)

Road #01 Nikunja-2, Khilkhet, Dhaka-1229

Contact : 01716964687,01728893968.

www.sigmatechbd.com

[email protected]

FB/sigmatech.bd

 

 

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here