মোটরসাইকেলের জন্যে এবার নতুন প্রযুক্তি আনল অ্যাপল

10
356

মোটরসাইকেল চালাবেন আর সেই সঙ্গে গানও শুনবেন। আর সেজন্যে প্রথমবারের জন্যে মোটরসাইকেলের জন্য বাজারে আসল অ্যাপলের ইফোটেইনমেন্ট।

জানা গেছে, হোন্ডার টুরিং মোটরসাইকেল গোল্ড উইংয়ের ২০১৮ সংস্করণে আপডেট করা হয়েছে এই পরিষেবা। তবে হোন্ডাই শুধু নয়, ইতিমধ্যে ৫০টি বাইক নির্মাণ সংস্থার সঙ্গে এই চুক্তি হয়েছে। যেখানে এই মিউজিক সিস্টেম থাকবে। এই প্রথম কোনও বাইকে এমন সাউন্ড সিস্টেম বসানো হচ্ছে।

জানা গেছে, মোটরসাইকেল আরোহী তার বাইকের হাতলের মাঝখানে সাত ইঞ্চি এলসিডি পর্দায় কারপ্লে’র সকল তথ্য দেখতে পাবেন।   এজন্য তাকে ইউএসবি কেবল দিয়ে আইফোন যুক্ত করতে হবে।   এরপর এর সঙ্গে ব্লুটুথ হেডফোন সংযোগ করতে হবে গ্রাহককে।   গ্রাহক চাইলে হেলমেটের বিল্টইন হেডফোনও এতে ব্যবহার করতে পারবেন।

তবে সাত ইঞ্চি পর্দাটি টাচস্ক্রিন না হওয়ায় গাড়ির মতো এতে স্পর্শ করে হন্ডার এই কারপ্লে নিয়ন্ত্রণ করা যাবে না।

এর পরিবর্তে হ্যান্ডলবার বা ট্যাংকের ওপর থাকা দিক নির্দেশনাকারী প্যাড দিয়ে এটি নিয়ন্ত্রণ করতে হবে। এর মাধ্যমে ম্যাপ, বার্তা বা মিউজিক নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহক।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here