৯৯ $ তে মিলবে Nokia 2

8
506

নকিয়া ৮ এর পর এবার ‘নকিয়া ২’ নামে নতুন একটি ফোন বাজারে আনতে যাচ্ছে এইচএমডি গ্লোবাল। যার মূল‍্য হতে পারে ৯৯ মার্কিন ডলার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি অনলাইন শপের তালিকায় নকিয়া ২ ফোনটির মূল‍্য সম্পর্কে জানা যায়।

তবে কিছু সময় পরে অনলাইন শপটি নকিয়া ২ সম্পর্কিত তথ‍্য ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে। এদিকে, ফোনটি সম্পর্কে কোনো মন্তব্য করেনি নকিয়া বাজারজাতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

তবে চলতি মাসের শুরুতে অনলাইনে প্রকাশিত ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফএফসি) ছাড়পত্রের কিছু ডকুমেন্টে নকিয়া ২ সম্পর্কিত কিছু তথ্য জানা যায়।

ডকুমেন্টে থাকা তথ্য অনুযায়ী, নকিয়া ২ ডিভাইসটির ডিসপ্লে হতে পারে ৪.৫ বা ৫ ইঞ্চি, যার রেজুলেশন হবে ৭২০পিক্সেল। ডিভাইসটির দাম কম রাখা হবে বলেই এতে থাকছে না ফুল এইচডি ডিসপ্লে।

ছবি তোলার জন্য ফোনের পেছনে থাকতে পারে ৮ মেগাপিক্সেল ক‍্যামেরা। সেলফি ও ভিডিও চ‍্যাটের জন্য সামনে থাকতে পারে ২ মেগাপিক্সেল ক‍্যামেরা।

১ জিবি র‍্যামের ফোনটিতে থাকতে পারে ৮ জিবি ইন্টারনাল মেমোরি। চাইলে মাইক্রো এসডি কার্ড ব‍্যবহার করে এর মেমোরি বৃদ্ধি করা যাবে।

ডিভাইসটিতে থাকতে পারে কোয়াড কোর ১.৩ গিগাহার্টজ প্রসেসর। গ্রাফিক্স সুবিধা দিতে থাকবে অ‍্যাড্রেন ৩০৪ জিপিইউ।

ধন্যবাদ, itdoctor24.com সাথেই থাকুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here