আপনার ফোনটি আসল নাকি নকল ?ক্লোন কিনা যাচাই করে নিন সহজেই ইন্টারনেট থেকে!!

23
523

কেউ যখন দামি ব্র্যান্ডের মোবাইল ফোনসেট গুলো কম দামে কিনত তখন সবাই বলত , আরে এতো চায়না ফোন তাই কমে পাওয়া গেছে । কারণ চায়নারা সব ব্র্যান্ডের মোবাইল নকল তৈরি করে এবং তা কম দামে বিক্রি করে।

যুগ পালটেছে ..!!
কেও  চায়না বলেনা এখন আর এখন এমন ফোন গুলোকে বলা হয় ক্লোন।যা দেখতে হুবুহু  আসল ফোনের মত , আসল নকল দুটি পাশাপাশি রাখলে হয়ত কোম্পানীর কর্মকর্তারাও  কনফিউশনে পড়ে যাবে কোনটি তাদের আসল ফোন।
সবাই সবসময় তো আর শো রুম থেকে   মোবাইল কিনে না , আপনার মোবাইলটি আসলেই কোম্পানীর কিনা , অর্থাৎ  এটি ক্লোন  অথবা নকল নয়ত  এমন  চিন্তায় সবাই  থাকে।

একটি ওয়েবসাইটের মাধ্যমে ২ মিনিটের মধ্যেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি আসল কোম্পানীর তৈরী কিনা।

১ । প্রথমে আপনার মোবাইলের IMEI নাম্বার বের করুন
IMEI নাম্বার বের করতে  *#06#  চাপুন

২। এবার এই লিংক এ ক্লিক করে ওয়েবসাইট টিতে যান ।

৩। আপনার IMEI নাম্বার টাইপ করুন ।

৪। নিচের ক্যাপচা কোড ফিলাপ এর জন্য  বক্সে ক্লিক করুন ,

৫। রাইট সাইন আসলে Check বাটনে ক্লিক করুন।

যে সকল ব্র্যান্ডের ফোন গুলোর আই,এম,ই,আই চেক করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ঃ

  • Iphone
  • Samsung
  • HTC
  • LG
  • Nokia
  • Lenovo
  • Huawei
  • ETC More

মোবাইলটি আসল কোম্পানী অথরাইজড হলে ওই মোবাইল সম্পর্কে তথ্য চলে আসবে , ক্লোন সেট গুলার কোন তথ্য সাইট দেখাতে পারে না।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here