ফ্রি উইন্ডোজ ১০ আপগ্রেড বন্ধ হচ্ছে

26
423

উইন্ডোজ ১০ এর ফ্রি আপগ্রেড বন্ধ করতে যাচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।   চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে এ সুবিধা বাতিল করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

 

জানা গেছে, গত বছরের জুলাই থেকে মাইক্রোসফট বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড সুবিধা বন্ধ করে দিয়েছে।   তবে যেসব গ্রাহক অ্যাকসেসিবিলিটি ফিচার ব্যবহার করছেন, তাদের অতিরিক্ত সময় দিয়েছিল মার্কিন প্রতিষ্ঠানটি।

স্বাভাবিকভাবে কম্পিউটার ব্যবহার করতে যেসব গ্রাহকের সমস্যা হয় সেসব গ্রাহকদের সহায়তার জন্য উইন্ডোজে অ্যাকসেসিবিলিটি ফিচার ব্যবহৃত হয়।

গত জুলাই মাসে মাইক্রোসফট জানায়, আমরা নির্দিষ্ট কিছু সহায়ক প্রযুক্তির জন্য বিনামূল্যে আপগ্রেড সুবিধা সীমিত করছি না। আপনি যদি উইন্ডোজে সহায়ক প্রযুক্তি ব্যবহার করে থাকেন, তাহালে আপনি বিনামূল্যে আপগ্রেড সুবিধা পাওয়ার উপযুক্ত।

জেডডিনেট জানায়, মাইক্রোসফট গত সপ্তাহে চুপিসারে এ পাতাটি সংশোধন করেছে এবং আসল বিবৃতি হালনাগাদ করেছে। এতে বলা হয়, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর অ্যাকসেসিবিলিটি আপগ্রেড সুবিধা বন্ধ হচ্ছে। এই সুবিধাটি বাতিল করার আগেই আমরা আনুষ্ঠানকিভাবে ঘোষণা দেব।

26 COMMENTS

  1. Приветики!
    Купить Диплом 1997
    Мы удаляем информацию сразу после доставки покупки клиенту, после согласования макета, работник заполняет бланк вручную, настоящий гознак без предоплаты гарантия качества. Они помогут избежать сурового наказания и неприятных последствий. Поскольку некоторые заведения были реформированы, закрылись или изменили название, такая помощь позволит внести корректные сведения в бланк диплом и избежать подозрений со стороны работодателя. Если мы не будем этого понимать, то не сможем выполнить свою работу так, как надо.https://saksx-diploms-srednee24.com/ Все допущенные на данном этапе ошибки и неточности можно будет без проблем исправить.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here