অ্যাপল পার্কের স্পেসশিপ ক্যাম্পাস এখন উন্মুক্ত

0
521

জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে স্টিভ জবসের সর্বশেষ প্রকল্প স্পেসশিপ ক্যাম্পাস। এটি পরিদর্শন করতে হলে অ্যাপল ভক্তদেরকে ক্যালিফোর্নিয়ার শহর কিউপারটিনোতে আসতে হবে।

আনুষ্ঠানিকভাবে শুক্রবার অ্যাপল পার্কের ভিজিটর সেন্টারটির দরজা খুলে দেওয়া হয়।

স্পেসশিপ ক্যাম্পাসে আছে খুচরা দোকান, কফিশপ, ছাদে বসার জায়গা। ক্যাম্পাস বিল্ডিংয়ের ভেতরে ঢুকেই প্রথমে টেবিলে রাখা অ্যাপলের বিভিন্ন পণ্যের ওপরে চোখ পড়বে। যেমন আইফোন ১০, অ্যাপল ওয়াচ ও ম্যাকবুক।

অ্যাপলের লোগো যুক্ত টিশার্ট, ব্যাগ ও পোস্টকার্ড পাওয়া যাবে দেয়ালে ঝোলানো অবস্থায়। এগুলো কেনা যাবে ৪০ ডলার থেকে ১০ ডলারের মধ্যে।

কফিশপে ক্যাশ রেজিস্টারের বদলে আছে কয়েকেটি আইপ্যাড। এটি দিয়েই হিসাব রাখার কাজ চালানো হয়।

ক্যাম্পাসটির ডেমো মডেলটির দিকে আইপ্যাড তাক করলে পুরো ক্যাম্পাসটির ভিতরে কোথায় কি আছে তা দেখা যাবে।

আর অ্যাপল পার্কটি উপর থেকে দেখার জন্য ছাদের ওপরেই রয়েছে ক্যাফেটেরিয়া।

অন্যান্য সব অ্যাপল স্টোরের বর্ধিত সংস্করণ এই ক্যাম্পাস। কিন্তু স্টিভ জবসের সূক্ষ্ম পছন্দগুলোকে বিস্তারিতভাবে জানতে হলে এই পার্কটিই তার ভক্তদের জন্য আদর্শ জায়গা।

সূত্রঃ ম্যাশেবল

ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here