স্যামসাং নোট ৮ বিক্রি করছে মাইক্রোসফট

5
407

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের অনলাইন স্টোরে স্যামসাং গ্যালাক্সি নোট ৮ বিক্রি শুরু করেছে।

তবে অন্য সাধারণ যেসব গ্যালাক্সি নোট ৮ তার চেয়ে কিছুটা পার্তক্য রয়েছে স্টোরের ফোনে। স্টোরের ফোনে থাকছে আগেই ইনস্টল করা থাকছে মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা, ওয়ার্ড, এক্সেল, ওয়াননোট এবং আউটলুক।

এসব ছাড়াও ডিভাইসটিতে ইনস্টল থাকছে মাইক্রোসফট লঞ্চার।

এক সপ্তাহ আগেই মাইক্রোসফট তাদের অনলাইন স্টোরে রেজার ফোন, স্যামসাং গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাসও বিক্রি শুরু করেছে। সঙ্গে কমানো হয়েছে এসব ডিভাইসের দাম। দেড়শো ডলার কমে ফোনগুলো বিক্রি করছে মাইক্রোসফট বলে এক রিপোর্টে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি নামের সংবাদ মাধ্যম।

নোট ৮ ডিভাইসে রয়েছে ৬ জিবি র‍্যাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। আর নোট ৭ বিস্ফোরণ ঘটনাকে গুরুত্ব দিয়ে নোট ৮ এর ব্যাটারিতে রয়েছে বাড়তি নিরাপত্তা। তাই ফোনটিতে অপেক্ষাকৃত ছোট ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি দিয়েছে প্রতিষ্ঠানটি।

ছবি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। যা প্রথমবারের মতো যোগ করেছে স্যামসাং। আছে সবচেয়ে আকর্ষণীয় সিগনেচার এস পেন।

মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা আবারও মাইক্রোসফট ফোন তৈরি করবে বলে জানান। তবে ফোনগুলো যে বাজারে থাকা ফোনগুলোর মতো হবে না সেদিকেও ইঙ্গিত করেন তিনি।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here