অ্যাপলের নতুন ইউটিউব চ্যানেল

24
445

টেক জায়ান্ট অ্যাপল নতুন ইউটিউব চ্যানেল চালু করেছে। ‘অ্যাপল সাপোর্ট’ নামে এই চ্যানেলে অ্যাপলের বিভিন্ন পণ্যের পরামর্শ ভিডিও থেকে জানা যাবে।

মঙ্গলবার চালু হওয়া ইউটিউব চ‍্যানেলটিতে এ পর্যন্ত ১০টি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওগুলোতে আইফোন ও আইপ্যাড সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল তুলে ধরা হয়েছে।

‘অ্যাপল সাপোর্ট’ টুইটার আইডি থেকে অফিসিয়াল এই ইউটিউব চ‍্যানেলটি সম্পর্কে জানায় অ্যাপল। একদিনেই চ‍্যানেলটির সাবস্ক্রাইবার ২৪ হাজার ছাড়িয়েছে।

নতুন ব্যবহারকারীরা আইফোন ও আইপ্যাড নিয়ে অনেক সময় বিপাকে পড়েন। এমন ব্যবহারকারীরা যেন সহজেই পণ্যটি সম্পর্কে জানতে পারেন সে লক্ষ‍্যেই নানা টিপস, টিউটোরিয়াল ও কৌশল নিয়ে অ্যাপলের নতুন এই চ‍্যানেল।

উল্লেখ‍্য অ্যাপলের মূল অফিসিয়াল চ্যানেল  ‘অ্যাপল’ এ এখন পর্যন্ত সাবস্ক্রাইবার ছাড়িয়েছে ৫৫ লাখের বেশি।

https://youtu.be/VrqfNIrJbhY

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here