স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন আনছে মেইজু

25
438

জনপ্রিয়তার দিক থেকে একেবারে পিছিয়ে নেই চীনা ফোন নির্মাতা মেইজু। তাদের মাঝারি বাজেটের এম৬ নোট দেশের বাজারেও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

তবে ফোনগুলোতে ব্যবহৃত মিডিয়াটেক প্রসেসর ছিল বড় একটি দূর্বলতা, সেটি আগামী ২০১৮ সালে শুধরে নেওয়ার পরিকল্পনা করছে মেইজু।

নতুন এক রিপোর্টে জানা গেছে, আগামী বছরের প্রথম প্রান্তিকেই ৬টি নতুন ফোন নিয়ে বাজারে আসতে যাচ্ছে মেইজু, যার ৫টি মডেলে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। বাকি একটি ফোনে মিডিয়াটেক বা স্প্রেডট্রাম নয়, বরং স্যামসাং এক্সিনস প্রসেসর ব্যবহার করবে তারা। স্যামসাংয়ের বাইরে মেইজু ছাড়া তেমন কেউ এক্সিনস প্রসেসর সাধারণত ব্যবহার করে না।

মিডিয়াটেক প্রসেসর বাদ দেওয়ার ফলে ফোনগুলোতে আরও ঝামেলাহীন অপারেটিং সিস্টেম ও দ্রুত আপডেট পাওয়া যেতে পারে। পারফরমেন্সও বৃদ্ধি পাবে বহুগুণ।

সূত্রঃ গিজচায়না

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here