১৩ জানুয়ারিতে ইউএক্স ডিজাইন বুটক্যাম্প

26
419

ইউজার এক্সপেরিয়েন্স ও ডিজাইন থিঙ্কিং নিয়ে আবার বুটক্যাম্প আয়োজন করেছে ইউজারহাব।

নতুন বছরের ১৩ জানুয়ারি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে ক্যাম্পটি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা নিলীম আহসান বলেন, আগের আয়োজনে ৬০ শতাংশের বেশি প্রফেশনালরা ছিল। যারা সফটওয়্যার, অউটসোর্সিং, টেলিকমিউনিকেশন, এনজিওসহ বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আসেন। এবারও তারা অনেক সাড়া পাচ্ছেন।

ইউএক্স বুটক্যাম্পটি দিনব্যাপী আয়োজন করা হবে। প্রথম অংশে থাকছে বক্তারা ইউজার এক্সপেরিয়েন্স ও হিউম্যান সেন্টার্ড ডিজাইনের গুরুত্ব ও ইউএক্স ডিজাইনে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা।

এ সেশনে বক্তব্য দেবেন বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর, সিএক্সও ও ইউজারহাবের কোফাউন্ডর  ওয়াহিদ বিন আহসান, ইউজারহাবের নিলীম আহসান। এরপর ডিজাইন থিঙ্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।

ইউএক্স বুটক্যাম্পে যোগ দিতে অনালাইনে রেজিস্ট্রেশন করা যাবে এই ঠিকানায়

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here