যাদের Android ফোনের RAM এর অভাব/কম, তাদের জন্য কয়টা গুরুত্বপূর্ণ টিপস।

আশা করি সবাই ভাল আছেন?
আজকে আমি হাজির হইলাম
Android User দের RAM সমস্যা সমধানের কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে…..!!

তো শুরু করা যাক তাহলে→

১। “Memory Usage”
নামে অ্যাপ টি ডাউনলোড করেন Play Store থেকে।
.
২। কে কতটুকু RAM দখল করে আসে এইটা নোট করেন।
.
৩। যেই অ্যাপ গুলা দরকার নাই সেগুলা ডিলিট করে দেন, ডিলিট করতে না চাইলে, সেটিং এ যান, অ্যাপ ম্যানেজার এ যান, ওই অ্যাপ
গুলা তে ক্লিক করেন, এর পর”Disable” করেন ও “Notification” তুলে দেন।
.
৪। সেটিং থেকে, ডেভেলপার অপশন এ যান, নিচে “Limit Background Process” পাবেন, ওখান এ সিলেক্ট করেন -“Limit Background Process To MAX 4 (কিছু গেম সমস্যা করতে পারেন,
তখন এইটা ‘Standard” করে
দিবেন, খেলা শেষ এ আবার লিমিট করে দিবেন)।
.
৫। মার্কেট থেকে “Android
Assistant (18 Features)” ডাউনলোড করেন, টুলস এ গেলে, স্টার্টআপ
মেনু পাবেন, স্টার্টআপ থেকে
অপ্রয়জনিয় অ্যাপ গুলা উঠায় দেন।
.
৬। ৯৯% ইউজার “FACEBOOK” অ্যাপ টা ব্যবহার করেন, যেটা একা ৭০MB দখল করে ! এই “Facebook” অ্যাপ টা ডিলিট করে দেন, Mozilla Firefox/ Google Chrome দিয়ে Facebook এ যান ও শর্টকাট বুকমার্ক হোমে এনে রাখেন, একদম অ্যাপ এর মত কাজ করে, কিন্তু “RAM” যাবে না, “ROM” এ ৭০MB, যাবে।
.
৭। ওয়াল এ সব “Widget” কম বেশি 25MB করে ব্যবহার করে, তাই যত কম Widget তত বেশি RAM…!!
.
৮। GO Launcher EX ব্যবহার করতে পারেন, এইটা অনেক কম RAM ব্যবহার করে।
.
৯। মার্কেট থেকে অনেকে RAM BOOSTER জাতীয় অ্যাপ ডাউনলোড করেন ও হোমে এ “1 Click Boost” “1 Click Clean” এই টাইপ Widget ব্যবহার করেন, কিন্তুএই জিনিষ নিজেই অনেক RAM ব্যবহার করে, এইটা করার কোন দরকার নাই, RAM BOOST করবেন এভাবে – MENU বাটন চাপ দিয়ে ধরে রাখুন, রিসেন্ট মেনু আসলে, ডান দিকের ‘DELETE” আইকন এ ক্লিক করেন।
.
আবার “recent” মেনু তে যান, বাম দিকে গোল আইকন টায় ক্লিক করেন, তারপর “Clear Memory” চাপুন।
.
১০। Restart করেন আরে চেক করেন কত টুকু RAM ফ্রি হল। আর হ্যাঁ Note: এই সিস্টেমে কোন রুট দরকার নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here