যাদের দৃষ্টিশক্তি কিছুটা সচল তাঁদের জন্য ‘অরক্যাম মাইআই’

8
291

এ বছরের কনজিউমার ইলেক্ট্রনিকস শোতে মাইআই ২.০ নামে একটি ডিভাইস প্রদর্শন করা হয়। এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম অরক্যাম।

ডিভাইসটির মাধ্যমে অন্ধ ব্যক্তিরা আরও সহজে আশপাশের জিনিস সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। ফলে তাদের জন্য দৈনন্দিন জীবনে চলাচল করা আরও সহজ হবে।

এতে থাকা ছোট ক্যামেরাটি চশমার ফ্রেমে চুম্বকের মাধ্যমে আটকানো যাবে। এটি সামনে থাকা দেয়াল, পোস্টার, বই, অথবা অন্যান্য মানুষকে শনাক্ত করে সে সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে পারবে। পরিচিত জনদের চেহারা ফেইস রিকগনিশনের মাধ্যমে চিনতে পারবে।

ডিভাইসটি একজন গাইডের প্রয়োজন অনেকটাই কমাবে বলে আশা করছেন এর নির্মাতারা। অরক্যামের প্রধান নির্বাহী কর্মকর্তা জিভ অভিরাম জানিয়েছেন, যাদের দৃষ্টিশক্তি কিছুটা সচল তারাই শুধুমাত্র ডিভাইসটি ব্যবহার করে স্বাবলম্বী হতে পারবেন।

তবে কবে নাগাদ পণ্যটি সবার হাতে পৌঁছাতে শুরু করবে তা জানা যায়নি।

সূত্রঃ ইউবারগিজমো

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here