মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে ৮ চমকপ্রদ স্মার্টফোন

৮ চমকপ্রদ স্মার্টফোন

8
475
৮ চমকপ্রদ স্মার্টফোন
৮ চমকপ্রদ স্মার্টফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে ৮ চমকপ্রদ স্মার্টফোন

স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাচ্ছে মোবাইল দুনিয়ার সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠান “মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস”। বড় বড় স্মার্টফোন নির্মাতারা ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের ওই অনুষ্ঠানে এ বছর চমক নিয়ে হাজির হবে। চলতি বছরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এর এই অনুষ্ঠানে আলোচনায় থাকতে পারে এমন কয়েকটি স্মার্টফোন সম্পর্কে জেনে নিন:

১। Xiaomi Mi Mix 2S
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি এমআই ৭ স্মার্টফোন আনবে এমন গুঞ্জন রয়েছে। অবশ্য এর পাশাপাশি তাদের জনপ্রিয় এমআই মিক্স ২ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ এমআই মিক্স টু এসের ঘোষণা দিতে পারে। এতে ব্যবহৃত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর।

২। Samsung Galaxy S9 & S9 Plus
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং-গ্যালাক্সি সিরিজে এ বছরই নতুন স্মার্টফোন এস ৯ ও এস ৯ প্লাস আনার বিষয়টি নিশ্চিত করেছে। ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের ডিসপ্লে থাকতে পারে এস ৯ স্মার্টফোনটিতে আর এস ৯ প্লাস এ থাকতে পারে ৬ দশমিক ২ ইঞ্চি মাপের ডিসপ্লে। এতে ব্যবহৃত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ২৫ ফেব্রুয়ারিতে এই স্মার্টফোন দুটি উন্মূক্ত করার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

৩। Vivo Xplay 7
ভিভোর নতুন স্মার্টফোন এক্সপ্লে ৭ এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আলো কাড়তে পারে। এ স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ১০ জিবি র‍্যাম, যা বিশ্বে প্রথম। ফোনটিতে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির পাশাপাশি থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর।

৪। Nokia 9
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ২০১৮ সালের নতুন স্মার্টফোন উন্মুক্ত করবে ফিনল্যান্ডের নকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন নির্মাতা এএইচএমডি গ্লোবাল। এবারের আয়োজনে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে নকিয়া ৯ এর ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।

৫। Sony Xperia XZ Pro
সনি তাদের নতুন স্মার্টফোনের ঘোষণা দেবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে। ধারণা করা হচ্ছে, এই নতুন স্মার্টফোনটি হতে পারে এক্সপেরিয়া এক্সজেড প্রো। অ্যাপলের আইফোন টেন বা গুগলের পিক্সেল ২ এক্সএলের মতো হতে পারে সনির এই ওএলইডি ডিসপ্লের ফোনটি। এছাড়াও সনির কাছ থেকে নতুন বছরে আরও কিছু স্মার্টফোনের ঘোষণা আসতে পারে।

৬। Vivo X2 Plus UD
চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো গত মাসে লাস ভেগাসে অনুষ্ঠেয় সিইএস মেলায় বিশ্বের প্রথম ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি দেখিয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ……………….

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here