ইলেকট্রনিক্স এর বস [পর্ব-১] ট্রানজিস্টর কি, কাকে বলে, কিভাবে কাজ করে এবং এর ব্যবহার

7
1025
This entry is part [part not set] of 5 in the series আসুন হই ইলেক্ট্রনিক্স এর বস

আসসালামু আলাইকুম,

অাশা করি সবাই অনেক ভালো অাছে। আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু কথা । কথা না বলে কাজ শুরু করি । আমরা আজকে ট্রানজিস্টর সর্ম্পকে জানবো ।

ট্রানজিস্টর আবিষ্কার করেন শকলী নামের একজন বৈজ্ঞানিক।Transistor হলো Transfer resistance. এটি মূলত একটি ছোট মানের সিগন্যালকে
অল্পমানের রেজিস্ট্যান্স থেকে বেশি মানের রেজিস্ট্যান্সের দিকে স্থানান্তর করে। ট্রানজিস্টরের তিনটি অংশ আছে
১/বেস
২/ইমিটার
৩/কালেক্টর
বেস, ইমিটার ও কালেক্টর হচ্ছে বাইপোলার ট্রানজিস্টরের তিনটি টার্মিনাল ।

ট্রানজিস্টর বায়াসিং কি : যে প্রক্রিয়ায় বহিঃস্থ ভোল্টেজ প্রয়োগের মাধ্যমে ট্রানজিস্টরকে কার্য উপযোগী করা হয় তাকে ট্রানজিস্টর বায়াসিং বলে ।

আবার ট্রানজিস্টরকে গঠন প্রকৃতি অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে।
১/পিএনপি(PNP) ট্রানজিস্টর

 

২/এনপিএন(NPN) ট্রানজিস্টর।

এখন আমরা দেখবো পিএনপি(PNP) আর এনপিএন(NPN) ট্রানজিস্টর কি এর সুবিধা এবং কিভাবে কাজ করে।

পিএনপি(PNP) ট্রানজিস্টর : পিএনপি(PNP) ট্রানজিস্টর হলো দুটি পি-টাইপ এবং একটি
এন-টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা পিএনপি(PNP) ট্রানজিস্টর তৈরী করা হয়।

নিচে পিএনপি(PNP) কিছু সুবিধা দেওয়া হলো:
*পিএনপি(PNP) ট্রানজিস্টরে ইমিটার থেকে বেস ও কালেক্টরে হোলের কারণে কারেন্ট প্রবাহিত হয়।
*কালেক্টরে নেগেটিভ এবং ইমিটার পজেটিভ ভোল্টেজ প্রয়োগ কর হয়।
*ফ্রিকুয়েন্সি রেসপন্স এবং স্থায়িত্ব কম।

এনপিএন(NPN) ট্রানজিস্টর : এনপিএন(NPN) ট্রানজিস্টর হলো দুটি এন-টাইপ এবং একটি
পি-টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা এনপিএন(NPN) ট্রানজিস্টর তৈরী করা হয়।

নিচে এনপিএন(NPN)কিছু সুবিধা দেওয়া হলো:
*এনপিএন(NPN) ট্রানজিস্টর ইমিটার থেকে কালেক্টরে ইলেকট্রন প্রবাহের জন্য কারেন্ট প্রবাহিত হয়।
*কালেক্টরে পজেটিভ এবং ইমিটার নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ কর হয়।
*ফ্রিকুয়েন্সি রেসপন্স এবং স্থায়িত্ব বেশি।

এখন আমরা জানবো লিকেজ কারেন্ট কী এটি ট্রানজিস্টরের উপর কিভাবে প্রভাব পড়ে:
পি-এন জাংশনে রির্ভাস বায়াস দেওয়া হলে মাইনোরিটি চার্জ ক্যারিয়ারের জন্য জাংশনের মধ্য দিয়ে যে
কারেন্ট প্রবাহিত হয় তাকে লিকেজ কারেন্ট বলে ।
ট্রানজিস্টরের ভিতর দিয়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হলে ট্রানজিস্টরের তাপমাএা বৃদ্বি পায় । তাপমাএা
বৃদ্বি পেলে লিকেজ কারেন্ট বৃদ্বি পায় ফলে ট্রানজিস্টরের জাংশন অত্যধিক গরম হয়ে জাংশনটি পুড়ে যায়।

 

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

Series Navigation

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here