টেলিটকের সেবা স্থগিতের হয়ে যেতে পারে…

11
456

অবৈধ আন্তর্জাতিক টেলিফোন কল পরিচালনার সঙ্গে যুক্ত থাকায় টেলিটককে গত বছর কয়েক দফায় ৬৭ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

কয়েক দফা তাগাদা দেওয়ার পরও সেই অর্থ পরিশোধ না করায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি এবার রাষ্ট্রায়ত্ত এ মোবাইল অপারেটরের সেবা স্থগিত করে দেওয়ার হুমকি দিয়েছে।

সম্প্রতি একটি চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, গত বছর মে মাসে টেলিটকের এক হাজার ২৫৬ সিমের অবৈধভাবে আন্তর্জাতিক ফোনকল পরিচালনা করা হয়। বিষয়টি ধরা পড়লে অপারেটরটিকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে সেপ্টেম্বরে আরও ১৭ লাখ টাকা জরিমানার মুখে পড়ে। এরপর কয়েকবার তাগাদা দেওয়া হলেও জরিমানার টাকা পরিশোধ করেনি টেলিটক।

ওই একই সময়ে একই অপরাধে বড় দুই অপারেটর গ্রামীণফোন ও রবিকেও জমিমানা করে বিটিআরসি।

গ্রামীণফোন ওই সময়ই জরিমানার অর্থ পরিশোধ করলেও রবি নানা কৌশলে তা দিতে বিলম্ব করে। আর টেলিটক এ বিষয়ে কোনো সাড়াই দেয়নি।

পরে রবি’র সব অনুমোদন আটকে দিয়ে তাদের কাছ থেকে ২০ লাখ টাকা আয় করে বিটিআরসি।

এবার টেলিটকের কাছ থেকে টাকা আদায়ে একই কৌশল নেওয়া হয়েছ বলে জানিয়েছেন কমিশনের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here