ফাইল শেয়ারের অ্যাপ আনলো গুগল(link সহ)

10
531

অ্যান্ড্রয়েড ব‍্যবহারকারীদের জন্য নতুন অ্যাপ উন্মোচন করেছে গুগল।

‘ফাইলস গো’ নামে অ্যাপটির সাহায‍্যে সহজেই ফোন থেকে ফাইল আদান-প্রদান করা যাবে। তবে অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে গুগল।

নতুন অ্যাপটি ফাইল শেয়ারিং অ্যাপ ‘শেয়ার ইট’ এর মতোই কাজ করবে। অ্যাপটি ইন্সটল করে ফোনে থাকা যে কোনো ফাইল দ্রুত আরেকটি ফোনে পাঠানো যাবে। তবে সেক্ষেত্রে উভয় ফোনেই অ্যাপটি ইন্সটল করা থাকতে হবে।

অ্যাপটিতে স্টোরেজ নামে অপশনে ফোনের মেমোরি সম্পর্কে তথ‍্য প্রদর্শিত হবে। এছাড়া সবচেয়ে বড় আকৃতি ফাইল, ক্র‍্যাশ ফাইলের পাশাপাশি ফোল্ডার আকৃতিতে মেমোরি কার্ড ও ইন্টারনাল স্টোরেজে থাকা ফাইলগুলো প্রদর্শিত হবে।

ডিভাইসে যদি মেমোরি কমে যায় তাহলে নোটিফিকেশন দিয়ে অ্যাপটি তা জানিয়ে দেবে। এছাড়া ৩০ দিন ব‍্যবহার করা হয়নি এমন অ্যাপগুলো সম্পর্কেও জানাবে অ্যাপটি।

উন্মোচনের একদিনের মধ‍্যেই প্লেস্টোর থেকে অ্যাপটি ১ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই ঠিকানা থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।

কিছুদিন আগেই অ্যাপটি সম্পর্কে অনলাইনে তথ‍্য ফাঁস হয়েছিলো।

সূত্রঃ জিএসএমএরিনা

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here