কিভাবে হার্ড ড্রাইভের আইকন পরিবর্তন করা যায়

23
327

আমাদের পিসি বা ল্যাপির হার্ড ড্রাইভের আইকন গুলা পিসির ফোল্ডারের মত আইকন চেঞ্জ করা যায় না।

এবং এর আইকন গুলা বেশির ভাগ সমইয়ই  উইন্ডোজ এর লোগো থাকে।

তো আমরা আজ উইন্ডোজ লগো চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো লোগো দিবো ।

প্রথমে http://www.iconarchive.com থেকে অথবা .ico এক্সটেনশন যুক্ত ফটো ডাউনলোড  করুন বা নিজের কোনো ফটো থাকলে সেটা কনভার্ট করে .ico ফাইলে পরিবর্তন করতে হবে।

১. Windows bar এর সাথে R বার চাপি ।

২. টাইপ করুন regedit এবং OK প্রেস করুন।

৩. HKEY_CURRENT_USER এ আসার পর Software ফোল্ডার এ আসতে হবে।

৪. Software ফোল্ডার এর সাব ফোল্ডার Classes ফোল্ডার এ যেতে হবে।

৫. Classes ফোল্ডার এর সাব ফোল্ডার Applications ফোল্ডার এ যেতে হবে।

৬. অনেকের Applications ফোল্ডার থাকে না ।না থাকলে Classes ফোল্ডার থেকে রাইট ক্লিক করে New তে গিয়ে Key অপশন থেকে  Applications ফোল্ডার বানিয়ে নিলেই হবে।

৭. এইবার Applications ফোল্ডার থেকে সাব ফোল্ডার বানাতে হবে । Applications ফোল্ডার থেকে রাইট ক্লিক করে New থেকে Key অপশন থেকে নতুন একটা ফোল্ডার বানাতে হবে যার নাম দিতে হবে explorer.exe ।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here