এবার ঘরে বসেই ডাচ বাংলা ব্যাংক(dbbl)এ একাউন্ট করে নিন দোকানে যাওয়ার দরকার নাই

1
307

Unnamed

[Mega tune] আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং(DBBL) একাউন্ট নিয়ন্ত্রণ করুন একটি ছোট অ্যাপ এর মাধ্যমে।সাথে একাউন্ট ও খুলুন খুব সহজে তাও আবার নিজে নিজেই মানে আপনাকে দোকানে গিয়ে একাউন্ট খুলে নিতে হবে না একা একাই খুলতে পারবেন।মিস করলে আপনার ই লস।
>
>
>
App name:Duch bangla mobile banking (dbbl)
size:3mb

dbbl নাম টি শুনেন নি এমন কেউ আছেন নাকি?এটি বিকাশের মতই মোবাইলে ব্যাংকিং করার সুবিধা দেয়।কিন্তু অনেকেই আছেন যার dbbl এ একাউন্ট নাই।নো চিন্তা এবার ১মিনিটের মধ্যে একটি একাউন্ট হয়ে যাবে এর জন্য আপনাকে দোকানে ও যেতে হবে না।
>
কিভাবে কাজ করবেন দেখুনঃঅ্যাপ টা ডাউনলোড করে ইন্সটল করুন।আপনার যদি আগে থেকে একাউন্ট থাকে তাহলে নাম্বার আর পিন কোড দিয়ে লগ ইন করেন।আর যদি না থাকে তাহলে এই ভাবে খুলে নিন:
>
*new account এ ক্লিক করুন আপনার নাম্বার টা দিন যে নাম্বারে একাউন্ট করবেন।
>
*এখন আপনার ফোনে একটা কল আসবে রিসিভ করুন আর ৪ডিজিটের একটা পিন কোড দিন কোড টা মনে রাখবেন লগ ইন করার সময় লাগবে।তারপর next এ ক্লিক করুন
>
*পরের পেজে আপনাকে pin এর security coad দিয়ে বলবে আপনার ফোনে একটি মেসেহ এসেছে দেখুন সেখানে একটা সিকিউরিটি কোড আছে,ওই কোড টা দিন আর পিন দিন তারপর লগ ইন করুন
>
হয়েগেল একাউন্ট এখন টাকা রির্জার করুন আর আরামসে ব্যাবহার করুন কত্ত সহজে তাই না।
>
Download link: click here
>
[N.B Download করার জন্য Download তার পরে আবার download এ ক্লিক করবেন।]
>
সবাই ভাল থাকুন

1 COMMENT

Please comment Here (ভাল লাগলে কমেন্ট করুন)