গ্রামিনফোনের ওয়েলকাম টিউন নিয়ে অনেকে ধিধায় পড়েন,
কেউ গানের কোড খুজে পায় না, আবার কেউ কোড দিয়ে গান সেট করতে পাড়ে না,
তাদের জন্য আমার আজকের টিউন।
এক নজরে ওয়েলকাম টিউন
- কিভাবে আপনার পছন্দের গান ওয়েলকাম টিউন হিসেবে সেট করবেন?
ডায়াল করুন *111*2*3*1# একটি বক্স আসবে এখানে আপনার পছন্দের গানের নাম লিখুন। এবং সেট করুন
- গানের কোড দিয়ে ওয়েলকাম টিউন সেট করতে ডায়াল করুন *111*2*3*2# আপনার পছন্দের গানের কোড দিনএবং সেট করুন
- আপনার সকল ওয়েলকাম টিউন একের পড় এক বাজাতে চাইলে ডায়াল *111*2*3*3#
- ওয়েলকাম টিউনের যে কোন অফার পেতে ফ্রি কল করুন 4002 এই নাম্বারে
ধন্যবাদ সবাইকে।