এস.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা

11
291

১. আল্লাহ মানুষকে বিভিন্ন দায়িত্ব
দিয়ে কী করেন?
Ο ক) পরীক্ষা করেন
Ο খ) সাহায্য করেন
Ο গ) পুরস্কার ঘোষণা করেন
Ο ঘ) শান্তি প্রদান করেন
সঠিক উত্তর: (ক)
২. মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ কী?
Ο ক) আখলাক
Ο খ) আখলাকে হামিদাহ
Ο গ) আখলাকে যামিমা
Ο ঘ) সুন্নাত
সঠিক উত্তর: (ক)
৩. ঘূষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী
উভয়ের ওপরই আল্লাহর –
Ο ক) রহমত
Ο খ) লা’নত
Ο গ) বরকত
Ο ঘ) গজব
সঠিক উত্তর: (খ)
৪. আত্মশুদ্ধি মানবজীবনে গুরুত্বপূর্ন;
কারণ-
i. আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে
ii. আত্মশুদ্ধি সফলতা দান করে
iii. আত্মশুদ্ধি সম্পদশালী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫. কুরআনের সংরক্ষিত স্থান কোনটি?
Ο ক) বাইতুল মামুর
Ο খ) বাইতুল ইযযাহ
Ο গ) কাবঘর
Ο ঘ) লাওহে মাহফুজ
সঠিক উত্তর: (ঘ)
৬. কোথায় প্রত্যেকে নিজস্ব আমলনামা
প্রত্যক্ষ করবে?
Ο ক) কবরে
Ο খ) হাশরের ময়দানে
Ο গ) জান্নাতে
Ο ঘ) জাহান্নামে
সঠিক উত্তর: (খ)
৭. ইসলামের চতুর্থ স্তম্ভ কোনটি?
Ο ক) সালাত
Ο খ) যাকাত
Ο গ) সাওম
Ο ঘ) হজ
সঠিক উত্তর: (গ)
৮. নবি-রাসুলগণ কী অনুশীলন করতেন?
Ο ক) উত্তম
Ο খ) সর্বোত্তম
Ο গ) ভালো
Ο ঘ) খুব ভালো
সঠিক উত্তর: (খ)
৯. একজন শিক্ষককে আদর্শ প্রচারে কিরূপ
হতে হবে?
Ο ক) নিরপেক্ষ
Ο খ) আপোসহীন
Ο গ) সহনশীল
Ο ঘ) ব্যক্তিত্বসম্পন্ন
সঠিক উত্তর: (ক)
১০. ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে
অন্যতম
হচ্ছে-
i. ইমান
ii. সালাত
iii. যাকাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. সূরা আদ-দুহা হতে আমরা শিক্ষা
পাই-
Ο ক) জ্ঞানীদের কর্তব্য অন্যদের
অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্ত করা
Ο খ) ভিক্ষুকদের তিরস্কার না করে
যথাসম্ভব সাহায্য করা
Ο গ) আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের
কখনও
বর্জন করেন না
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
১২. আখলাকে যামিমাহর অধিকারী
ব্যক্তি বা চরিত্রহীন ব্যক্তি-
Ο ক) পশুর চেয়ে উত্তম
Ο খ) পশুর চেয়ে অধম
Ο গ) পশূর সমান
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
১৩. “নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে করা
অপরাধ ক্ষমা করেন না।” কোন সূরার?
Ο ক) আল ইমরান
Ο খ) আন্ নিসা
Ο গ) আর রাহমান
Ο ঘ) আল-মায়িদা
সঠিক উত্তর: (ঘ)
১৪. মানবজাতির মুক্তির সনদ কোনটি?
Ο ক) কুরআন মজিদ
Ο খ) সহিহ হাদিস
Ο গ) সহিহ বুখারি
Ο ঘ) মুয়াত্তা
সঠিক উত্তর: (ক)
১৫. কোন প্রকার উপার্জন উত্তম?
Ο ক) ব্যবসার উপার্জন
Ο খ) চাকুরির উপার্জন
Ο গ) নিজ শ্রমের উপার্জন
Ο ঘ) হালাল উপার্জন
সঠিক উত্তর: (ঘ)
১৬. “নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে
সফলতা।” উক্তিটি কার?
Ο ক) ইমাম গাজ্জালী (রা)
Ο খ) আলী (রা) এর
Ο গ) আল্লাহর
Ο ঘ) হযরত মুহাম্মদ (স)-এর
সঠিক উত্তর: (গ)
১৭. বিশুদ্ধ আত্মার পুরস্কার কী?
Ο ক) অঢেল সম্পদ
Ο খ) সুন্দরী নারী
Ο গ) জান্নাত
Ο ঘ) সম্মান
সঠিক উত্তর: (গ)
১৮. ‘হাশর’ মানে কী?
Ο ক) মহাজমায়েত
Ο খ) মহাসমাবেশ
Ο গ) মহাআসর
Ο ঘ) মহাপ্রলয়
সঠিক উত্তর: (খ)
১৯. সহিহ মুসলিম সংকলন করেন কে?
Ο ক) ইমাম বুখারি (রা)
Ο খ) ইমাম মুসলিম ইবন হাজ্জাজ (রা)
Ο গ) সুলাইমান ইবন আশ আস (রা)
Ο ঘ) ইয়াজিদ ইবন মাজাহ (রা)
সঠিক উত্তর: (খ)
২০. সুন্নত কয় প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)
২১. কোথায় বাধ্যতামূল কুরআন
তিলাওয়াত
করা হয়?
Ο ক) পাঁচ ওয়াক্ত সালাতে
Ο খ) জুমুআর খুতবায়
Ο গ) ওয়াজ ও নসিহতের মধ্যে
Ο ঘ) মসজিদ ও মাদ্রাসায়
সঠিক উত্তর: (ক)
২২. দীন অনুসরণের ব্যাপারে নবিগণের
দায়িত্ব ছিল-
Ο ক) নির্দেশদান
Ο খ) বাধ্যকরা
Ο গ) বলপ্রয়োগ
Ο ঘ) শাস্তি দান
সঠিক উত্তর: (ক)
২৩. কুরআন মজিদের অবতরণ সম্পন্ন হয়েছে
কয়
বছরে?
Ο ক) ১৫ বছর
Ο খ) ২০ বছর
Ο গ) ২৩ বছর
Ο ঘ) ৩০ বছর
সঠিক উত্তর: (গ)
২৪. কুরআনে কতটি সূরা হয়েছে?
Ο ক) ৪৮ টি
Ο খ) ১১৪ টি
Ο গ) ১১২ টি
Ο ঘ) ১১৩ টি
সঠিক উত্তর: (খ)
২৫. “তোমরা আমানতসমূহ তার
মালিকের
নিকট প্রত্যর্পণ কর।” কোন সূরার আয়াত?
Ο ক) সূরা নিসা
Ο খ) সূরা জুমআ
Ο গ) সূরা নুর
Ο ঘ) সূরা মূলক
সঠিক উত্তর: (ক)
২৬. হাদিসের বর্ণনা পরম্পরাকে কী
বলা
হয়?
Ο ক) মাতন
Ο খ) সনদ
Ο গ) রাবি
Ο ঘ) মারফু
সঠিক উত্তর: (খ)
২৭. হাদিসে ইসলামকে কিসের সাথে
তুলনা করা হয়েছে?
Ο ক) তাঁবু
Ο খ) দোচালা ঘর
Ο গ) প্রতিবাদের
Ο ঘ) সম্পদ বৃদ্ধির
সঠিক উত্তর: (ঘ)
২৮. ইসলামি শিক্ষার মূল উদ্দেশ্য কী?
Ο ক) জ্ঞানবান হতে সাহায্য করা
Ο খ) নৈতিকতা শিক্ষা দেয়া
Ο গ) জান্নাত দান করা
Ο ঘ) সমাজে প্রতিষ্টিত করা
সঠিক উত্তর: (খ)
২৯. মনোযোগ দিয়ে নামায আদায়
করলে
কী তৈরি হবে?
Ο ক) নুর
Ο খ) শক্তি
Ο গ) মনোবল
Ο ঘ) সাহস
সঠিক উত্তর: (ক)
৩০. “তাদের কৃতকর্মই তাদের মরীচিকা
ধরিয়ে দিয়েছে ।” কোন সূরার অংশ ?
Ο ক) মূলক
Ο খ) না’বা
Ο গ) আল হজ্জ
Ο ঘ) আল মতাফফিফিন
সঠিক উত্তর: (ঘ)
৩১. শিক্ষা হলো সমন্বিত বিকাশ-
i. শরীরের
ii. মনের
iii. আত্মার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর (ঘ)
৩২. হজ কীরূপ ইবাদত?
Ο ক) শারীরিক
Ο খ) মানসিক
Ο গ) শারীরিক ও আর্থিক
Ο ঘ) আর্থিক
সঠিক উত্তর: (গ)
৩৩. আল্লাহর ভয়ে সবরকম অন্যায়-
অনাচার,
পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর
নির্দেশমতো জীবনযাপন করাকে কী
বলা হয়?
Ο ক) ইমান
Ο খ) তাকওয়া
Ο গ) সততা
Ο ঘ) ইসলাম
সঠিক উত্তর: (খ)
৩৪. আখিরাতে বিশ্বাসের সর্বোচ্চ
বাস্তবতা –
Ο ক) মহান আল্লাহর আদেশ পালন
Ο খ) ইমান পরিপূর্ণ করা
Ο গ) দুনিয়ার নৈতিকতা অনুসরণ
Ο ঘ) পাপকে ভয় করা
সঠিক উত্তর: (ক)
৩৫. যিনি আমাদের শিক্ষা দেন তিনি
হলেন-
Ο ক) গুরু
Ο খ) মাতা
Ο গ) পিতা
Ο ঘ) শিক্ষক
সঠিক উত্তর: (ঘ)
৩৬. ‘সিজদাহ সাহু’ কেন দিতে হয়?
Ο ক) ফরয ছেড়ে দিলে
Ο খ) সুন্নাত ছেড়ে দিলে
Ο গ) নফল ছেড়ে দিলে
Ο ঘ) ওয়াজিব ছেড়ে দিলে
সঠিক উত্তর: (ঘ)
৩৭. “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে
না, আল্লাহ তার প্রতি দয়া করেন
না।” – কে বলেছেন?
Ο ক) আল্লাহর
Ο খ) মুহাম্মদ (স)
Ο গ) শ্রেণিশিক্ষকের
Ο ঘ) প্রধানমন্ত্রীর
সঠিক উত্তর: (খ)
৩৮. কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম
কীসের হিসাব নেবেন?
Ο ক) রোযার
Ο খ) সালাতের
Ο গ) যাকাতের
Ο ঘ) হজের
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি
প্রশ্নের উত্তর দাও:
* ইসলাম হলো একটি তাঁবু সদৃশ ঘর । ইমান
হলো তাঁবুর মধ্যস্থিত মূল খুঁটি । এ
মধ্যস্থিত খুঁটি ছাড়া তাঁবু দাঁড়
করানো অসম্ভব । এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
তাঁবুর বাকি চারটি খুঁটিও গুরুত্বপূর্ণ।
৩৯. ইসলামের ভিত্তি কয়টি?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (গ)
৪০. সালাত ইসলামের কততম ভিত্তি?
Ο ক) ২য়
Ο খ) ৩য়
Ο গ) ৪র্থ
Ο ঘ) ৫ম
সঠিক উত্তর: (ক)

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here