১০০% গ্যারান্টি দিতে পারছি না।তবে সকালে হয়ত পাইতে পারি…
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. আন্তর্জাতিক পদ্ধতিতে (ঝ.ও.) ভরের
একক
কোনটি?
ক. গ্রাম হুখ. কিলোগ্রাম
গ. মোল ঘ. পাউন্ড
২. একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে
স্থাপনের পর
যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান
স্কেল ২ পস,
ভার্নিয়ার পাঠ ৩ ও ভার্নিয়ার ধ্র“বক
১সস, দণ্ডটির দৈর্ঘ্য
কত?
ক. ২.০৩ পস হুখ. ২.৩ পস
গ. ২.০৩ সস ঘ. ২.৩ সস
নিচের চিত্র থেকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের
উত্তর
দাও :
৩. খ চিত্রটির আয়তন-
ক. pr3 হুখ. pr3
গ. pr3 ঘ. pr3
৪. ক ও খ চিত্রের আয়তনের অনুপাত-
হুক. ১:০.৬৭৩ খ. ১:০.০৬৭৩
গ. ১:০.৭৬৩ ঘ. ১:০.৬৩৭
৫. নিচের কোন বিবৃতি সঠিক?
i. ভর পরিমাপে ব্যবহৃত সংকর ধাতুর
তৈরি সিলিন্ডারটির
ব্যাস ৩.৯ পস এবং উচ্চতা ৩.৯ পস.
ii. পানির বৈধ বিন্দুর তাপমাত্রার
ভাগকে এক কেলভিন
বলে
iii. সিজিয়াম-১৩৩ পরমাণু ১ সেকেন্ডে
৯১৯২৬৩১৭৭০টি স্পন্দন সম্পন্ন করে
কোনটি সঠিক?
ক. i খ. ii
হুগ. i ও iii ঘ. i, ii ওiii
৬. নিচের কোন্ রাশির একক লব্ধ একক?
ক. দৈর্ঘ্য খ. আয়তন
গ. ভর হুঘ. সময়
৭. আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক
কোনটি?
ক. গ্রাম খ. পাউন্ড
গ. সের হুঘ. কিলোগ্রাম
৮. যে একক মৌলিক এককের সাহায্যে
প্রতিপাদিত
হয়েছে তার নাম কী?
হুক. লব্ধ একক খ. মৌলিক একক
গ. সিজিএস একক ঘ. দেশীয় একক
৯. আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের
একক হল:
ক. বর্গসেন্টিমিটার
হুগ. ঘনমিটার ঘ. বর্গগজ
১০. সিলিন্ডারের ব্যাস মাপা যেতে
পারে কোন
যন্ত্রের সাহায্যে?
ক. মিটার স্কেল খ. ভার্নিয়ার স্কেল
হুগ. স্লাইড ক্যালিপার্স ঘ. গজ লাঠি
১১. স্লাইড ক্যালিপার্সের অপর নাম
কী?
ক. স্লাইড ভার্নিয়ার খ. ক্যালিপার্স
হুগ. ভার্নিয়ার ক্যালিপার্স
ঘ. পিয়েরে ক্যালিপার্স
১২. গোলকের আয়তন নির্ণয়ের সূত্র
কোনটি?
হুক. pd3 খ. pd3
গ. pd3 ঘ. pd4
১৩. নিচের কোনটি আয়তাকার বস্তুর
আয়তনের
ফর্মুলা?
ক. pr2 খ.pr3
গ. pr2h হুঘ.L›B›H
১৪. আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের
পরিমাণের
একক কোনটি?
হুক. মোল খ. পাউন্ড
গ. কেলভিন ঘ. কিলোগ্রাম
১৫. নিউটন কোন ধরনের একক?
ক. পরিমাপের একক হুখ. লব্ধ একক
গ. দেশীয় একক ঘ. মৌলিক একক
১৬. দীপন ক্ষমতার একক কোনটি?
ক. স্টেরেডিয়ান হুখ. ক্যান্ডেলা
গ. লাক্স ঘ. লুমেন
১৭. স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের শূন্য
দাগ
রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে
থাকলে
যান্ত্রিক ত্র“টি হবে-
হুক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ ঘ. কোনটিই নয়
১৮. কোনটি লব্ধ রাশি?
ক. ভর হুখ. দীপন ক্ষমতা
গ. তড়িৎ প্রবাহ ঘ. ঘনত্ব
১৯. বস্তুর আয়তন কীরূপ রাশি?
হুক. লব্ধ রাশি খ. যৌগিক রাশি
গ. মৌলিক রাশি ঘ. ক ও খ উভয়ই
২০. ঘনত্ব কোন ধরনের রাশি?
হুক. স্কেলার রাশি খ. ভেক্টর রাশি
গ. মৌলিক রাশি ঘ. মাত্রাবিহীন
রাশি..
বাকী গুলো পেতে নিচের পেজে
লাইক দিন।