এই ট্রিকটা অনেক দিন ধরেই চলছে।আসলে সময়ের অভাবে লিখতে পারছিলাম না।যাহোক এখন আমার ঘুমের সময়।না ঘুমিয়ে পোস্ট লিখতে বসেছি।সব আপনাদের জন্য।
এ ট্রিক দিয়ে অনেকেই হয়ত ফ্রীনেট ব্যবহার করছেন।কিন্তু আমি আপনাদেরকে সবচেয়ে সহজ একটা নিয়ম শিখিয়ে দিবো আজকের পোস্টে।
এর জন্য আপনার সিমে অফিসিয়াল সেটিং থাকলেই চলবে।না থাকলে করে নিন।
আপনার ফোনে সেটিংস এ যান >>>more>>>mobile network>>>acces point>>
account name:trickbdno1.com
apn:gpinternet
apn type:default
আর কিছু না করে সেভ করুন।
এবার নিচের লিংক থেকে adm pro.apk download করুন।
1.প্রথমে ইন্সটল করে ওপেন করুন।এরপর বামপাশে সবার উপরের মেনু আইকনে ক্লিক করে browser এ ক্লিক করুন।
এরপর 0.facebook.com লিখে next এ ক্লিক করুন।আপনার ফেসবুক আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২।এবার আপনি সার্চ দিয়ে যেকোনো একটা funny video,unlimited all in one movie ,hd song বা bangla natok এর পেইজ বের করুন।এরপর পেইজে ঢুকে play video তে ক্লিক করুন।
৩।যদি নিচের মত লেখা আসে তবে continue চাপুন।আর সরাসরি ডাউনলোড লেখা স্ক্রিনে আসলে start download এ ক্লিক করুন।
আর সরাসরি ডাউনলোড না চাইলে নিচের ধাপ অনুসরন করুন।
৪।continue চাপার পর নিচের ছবির মত এড্রেস বারে যান।এবং এড্রেসের .xx এর আগে সম্পূর লেখা কেটে শু
শুধু d লিখুন এবং next এ ক্লিক করুন।উদাহারণঃ d.xx.fbcdn.ne/……
যদি error page আসে তবে ২/৩ বার ওই একই এড্রেস next এ ক্লিক করলেই ডাউনলোড পেইজ আসবে ইনশাআল্লাহ।
5.এরপর নিচের ছবির মত ডাউনলোড পেইজ আসলে start download এ ক্লিক করেন।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ডাউনলোড।স্পিড আগেই তো বলেছি ১এম্বিপিএস থেকেও বেশি।এই ট্রিক ১০০% কাজ করে আমি নিজে আজকেও ডাউনলোড দিয়েছি।যদি কারও কাজ না করে তবে একবার *5000*55# ডায়েল করুন ।ইনশাআল্লাহ ১০০% কাজ করবে ।
ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু…