প্রতি সেকেন্ডে ওয়েব দুনিয়ায় যা ঘটে

12
267

ঢাকা: এক সেকেন্ড সময়, পলকেই পার হয়ে যায়। আমরা এমন কত সেকেন্ড নষ্ট করে ফেলি। কিন্তু জানেন কি এই সেকেন্ডেই কত কী ঘটে যায় ইন্টারনেট বিশ্বে। সেগুলোই থাকল এক নজরে-

প্রতি সেকেন্ডে পাঁচটা নতুন প্রোফাইল খোলা হয় ফেসবুকে।

প্রতি সেকেন্ডে দুটি করে নতুন লিঙ্কডিন প্রোফাইল খোলা হয়।

প্রতি সেকেন্ডে ৭ হাজার ১১৩টি টুইট করা হয়।

প্রতি সেকেন্ডে ৫২ হাজার ৮৯৬ বার গুগল সার্চ করা হচ্ছে।

প্রতি সেকেন্ডে স্কাইপে দুই হাজার ২৮টা কল হচ্ছে।

প্রতি সেকেন্ডে ফেসবুকে গড়ে দুই হাজার ২৬৬টি ফোটো আপলোড হচ্ছে, চার হাজার ৮৮৩টি স্ট্যাটাস আপডেট হচ্ছে।

প্রতি সেকেন্ডে ২৪,৬৬,৭৯১টি স্পাম মেল পাঠানো হচ্ছে।

প্রতি সেকেন্ডে ইনস্টাগ্রামে ৪৮৫টি ফোটো আপলোড হচ্ছে।

প্রতি সেকেন্ডে ইন্টারনেটে ৩২ হাজার ৯৯০ জিবি ট্রাফিক ব্যবহার হচ্ছে।

 

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here