–এইইইই ফাজিল!!তোকে না বলছি
আমার সাথে ভনিতা করবি না!!
তোর হাত পা সব ভেঙে
বাড়িতে
দিয়ে আসব!!
.
–চুপ থাকবি তুই…
.
–২৩মিনিট লেট করে এসে আবার
চুপ
থাকতে বলসি…..!!?
আসলের তুই একটা কুত্তা!!
.
–তুই একটা কুত্তী!!
.
–লেট কেন করলি??কোন মেয়ের
সাথে লাইন মারতে গিয়ে
আমাকে
২৩মিনিট বসিয়ে রাখছিস!!?
.
–মেজাজ খারাপ,কথা বলিস না।
চুপ
থাক..
.
–তুই থাক চুপ!!আমি গেলাম।
.
–যা ভাগ!!তোকে থাকতে বলছে
কে!!?
.
–আসলেই ফাজিল নাম্বার ওয়ান
তুই
একটা..
.
–ইরা শোন..
.
–যেতে বলে পিছন থেকে আবার
ডাকলি কেন??
.
–আমি গিটারটা আজ ভেঙে
ফেলেছি রাগ করে,আর আব্বুকে
বলে
দিয়েছি আমি আর কখনও গান
করবো
না।
.
–কেন?
.
–একটু আমার কাছে বসবি খুব
খারাপ
লাগছে…
.
–হঠাৎ কি হলো বাড়িতে??
.
–এলাকার লোকেরা বলেছে
আমি
নাকি শুধু গুন্ডামি করি
বাবাতো
আমার গান করা একদম পছন্দ করে
না।
তাই সব মিলিয়ে রাগ করে
গিটার
ভেঙে ফেলেছি।
.
–ইরা আর কিছু বলে না চুপচাপ
নীলের
কাছে বসে থাকে……
.
কিছুক্ষণ পর..
.
–নীল..
.
–বল..
.
–আমি বললেও আর গান করবি না?
.
–জানি না..
.
–চল।বাড়ি যাবি..
.
–না।তুই যা..
.
–তুই??
.
–বসে থাকবো একা কিছুক্ষণ..
.
–তুই এখনই যাবি।না হলে..
.
–না হলে..?
.
–তোকে এখনই বাড়িতে
যেতে হবে..আর যেতেই
হবে…বুঝছিস??
.
–ইরা..!!!
.
–বল..
.
–ধ্যাঁৎ!!
আল্লাহ হাফেজ।
°
°
–একটা কাজে আমায় কিছুদিনের
জন্য বাইরে যেতে হবে।আমি
কাল সকালে চলে যাবো…
.
–ও আমায় কেন বলছিস?
.
–আমাদের বন্ধুত্বের পর আমি এমন
কিছু কখনও করি নাই,যা তুই জানিস
না।
.
–ও,তাহলে তোর দায়িত্ব বলে
মনে হল,আমাকে জানানো টা!!!!
ভাল…!!!
.
–চুপ নীল..
.
–যা… তো কবে ফিরবি??
.
–জানি না।তবে মাস খানেক
দেরি হবে হয়তো…
°
°
নীল চলে গেছে।তবুও ইরা
প্রতিদিন বিকালে নিয়ম করে
সবুজ মাঠটা খালি পায়ে হাটে।
পুকুর পাড়ে বসে নিজের
অজান্তে পানিতে ঢিল ছুড়ে।
ইরা প্রতিদিন নীলের ফোনের
জন্য অপেক্ষা করে..
.
মাঝে কেটে যায় চার বছর…
ইরা এখন নিয়ম করে মাঠে হাটে
না।তবে সময় পেলে পুকুর পাড়ে
বসে।
°
আজ সারাদিন খুব নীলকে মিস
করছে ইরা।তবে কোনভাবে
নীলের সাথে যোগাযোগ হয় না
তার।
বৃৃষ্টি হচ্ছে হঠাৎ …..
.
–বৃৃষ্টিতে বসে আছিস কেন?
.
–নীললল!!!তুইইইই!!!!!
.
–হুম…
.
–সত্যি নীল!!!!!!!
.
–হ্যাঁ রে কুত্তী!!!!!!!আমি নীল…
.
চারপাশ স্তব্ধ।শুধু বৃৃষ্টির শব্দ।
নীলের সারা শরীর ঠান্ডা হয়ে
গেছে।আর ইরা চিন্তা ভাবনা
ছাড়াই নীলের বুকে ঝাপটে
পড়ে,খুব কাঁদে,খুব……
°
°
নীল ইরা পাশাপাশি দাঁড়িয়ে।
ইরার চুলগুলো বাতাসে উড়ছে।
বেলা শেষের রোদটুকু পড়ছে
দুজনের মুখে…
.
–কোন প্রশ্ন নেই??
.
–আছে??
.
–কি??
.
–চার বছর আগে হঠাৎ কেন চলে
গিয়েছিলি??
.
–ইরাকে ভালবাসতাম বলে..
.
–মানে!!!?
.
–তোর বাবা আমাকে
বলেছিল,তোর সাথে
মেলামেশা কমিয়ে
দিতে,কারন এলাকার লোকেরা
নাকি কানাকানি করে তোকে
আর আমাকে নিয়ে।তুই খুব জেদি
মেয়ে,তোকে বলে কোন লাভ
হতো না,তাই আঙ্কেল সরাসরি
আমায় কথাগুলো বলে আর বুঝায়।
সব ভেবে আমি সিদ্ধান্ত
নেই,আমি এখানে থাকবো না।
আর তারপর তুই জানিস…
.
–আর কোন প্রশ্ন??
.
–তুই আসার সাথে সাথে কি
হচ্ছে এসব??
.
–চার বছর ধরে আমরা দুজন যা অনুভব
করতাম,তা প্রকাশ পাচ্ছে আর আজ
তার পরিণতি….
.
–তোর কোন প্রশ্ন নেই??
.
–আছে ..
.
–কি..??
.
–তুই থেকে তুমি কবে হবো
আমরা!!!!!!?
.
–তুমি বললেই হবো….
.
–তুমি শুধু……
অনুভূতিরগুলো আজ ভাষাহীন
অনুভূতির ভাষাতে,অবশিষ্ট কিছু
অনুভব……….