কিডল: শিশুদের সার্চ ইঞ্জিন

0
89
কিডল: শিশুদের সার্চ ইঞ্জিন
কিডল: শিশুদের সার্চ ইঞ্জিন
অনলাইনের পরিসর অসীম, এর আছে আলোময় অঙ্গন, আছে অন্ধকারাচ্ছন্ন এলাকাও। দিন দিন শিশুদের অনলাইন সম্পৃক্ততা বাড়ছে, ভয় মূলত তাদের নিয়েই। শিশুদের অনলাইন ব্যবহার নিয়ে আর ভয় পেতে হবে না অভিভাবকদের। তাদের জন্য চালু হয়েছে স্বতন্ত্র এক সার্চ ইঞ্জিন। শিশুবান্ধব এই সার্চ ইঞ্জিনের নাম ‘কিডল’। এটি বিভিন্ন অনলাইন কনটেন্ট ফিল্টার করে সরবরাহ করবে।
বিবিসি এক খবরে জানিয়েছে, ২০১৪ সালে নিবন্ধিত এই সার্চ ইঞ্জিনে অনলাইন কনটেন্ট ফিল্টারিংয়ের মাধ্যমে ব্লক করার ব্যবস্থা রয়েছে। এতে জুড়ে দেয়া হয়েছে গুগলের ‘সেফ সার্চ’ ফিচার।
দেখতে অনেকটা গুগল সার্চের মতো হলেও কিডলের সার্চ ইন্টারফেস সম্পূর্ণ ভিন্ন। এর মহাশূন্যের থিমে সাজানো ব্যাকগ্রাউন্ডে রয়েছে বন্ধুসুলভ একটি রোবট।
সংশ্লিষ্টদের দাবি, পরিবার বা অভিভাবকদের পক্ষ থেকে আপত্তি আসতে পারে এমন কোনো ফলাফল কিডল অনুসন্ধানে পাওয়া যাবে না। যা পাওয়া যাবে তার গ্রহণযোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না বলেই মনে হয়। কারণ এতে শিশুর মানসিক বিকাশে ব্যাঘাত ঘটাতে পারে এমন কনটেন্ট ফিল্টার সরবরাহ করা হয়।
রাশিয়ার কোনো নাগরিক প্রতিষ্ঠাতা হতে পারেন বলে মনে করা হলেও কিডলের প্যারেন্ট কোম্পানি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Comments

facebook comments

Please comment Here (ভাল লাগলে কমেন্ট করুন)