২০ মিলিয়নেরও বেশি ফোনে বন্ধ হবে whatsapp | দেখুন আপনার ফোনও কি সেই লিস্টে?

74
533

এখনই সময় আপনার ফোনের এর অপারেটিং সিস্টেম কে আপগ্রেড করার। নাহলে আপনার ফোনেও কাজ করবে না whatsapp । whatsapp  এর কতৃপক্ষের সর্বশেষ বক্তব্য অনুযায়ী অনুমান করা হচ্ছে সিকিউরিটি জনিত কারণে ২০ মিলিয়নেরও বেশি ফোনে বন্ধ হয়ে যাবে whatsapp এর সেবা।

আসুন দেখি কোন ফোনগুলোতে আর whatsapp সাপোর্ট করবে না…??

২০২০ সালে নিচের ফোনগুলোতে আর whatsapp  সেবা কাজ করবে না। আসুন দেখে নিই কোন ফোনগুলো…

  • Android versions older than 2.3.3
  • যে এন্ড্রয়েড ফোনের ভার্শন 2.3.3 এর নিচে।
  • Windows Phone 8.0 and older
  • উইন্ডোজ ফোন ৮ এবং তার আগের ভার্শন
  • iPhone iOS 6
  • আইফোন ৬
  • Nokia Symbian S60
  • নকিয়া সিম্বিয়ান এস ৬০
  • BlackBerry OS and BlackBerry 10
  • ব্ল্যাকবেরি ওএস এবং ব্ল্যাকবেরি ১০

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হোয়াটস অ্যাপ তাদের সার্ভিস (Android versions 2.3.7 and older, iOS 7 and older)এই ফোনগুলো থেকে বন্ধ করে দিবে বলে সংবাদ পাওয়া গেছে।

২০১৮ সালের ডিসেম্বরের শেষের দিকে nokia s40ভার্শনের ফোন থেকে হোয়াটস অ্যাপ সেবা বন্ধ করে দেয়া হবে।  আপনারা ভাবছেন এখনও তো অনেক দেরি তাই না? কিন্তু আমাদে কাজ টেকনোলজির সকল আপডেটগুলো আপনাদেরকে জানানো । তাই আগেই জানিয়ে দিলাম। আর আমার মনে হয় যেই ডিভাইসগুলোর কথা বলা হয়েছে সেগুলো অধিকাংশই বর্তমান সময়োপযোগী ডিভাইস না।

আর শিগ্রই উপরের ডিভাইসগুলো থেকে আর কোনো হোয়াটস অ্যাপ একাউন্ট খুলতে দেয়া হবে না।

এখন যারা এন্ড্রয়েড এবং আইফোনের উপরের ভার্শনগুলো ব্যবহার করতেছেন তারা কি করবেন???

যদি সম্ভব হয় তাহলে আপনার এন্ড্রয়েড ফোন এবং আইফোনের ভার্শন আপগ্রেড করে নিন। আর নাহলে কি আর করা নতুন একটি স্মার্টফোন কিনে নিন।

যাই হোক আজকের মত এখানেই বিদায়।

ভাল থাকুন, সুস্থ থাকুন,

প্রযুক্তিকে ভালবাসুন, আর প্রযুক্তির সাথেই থাকুন।

—————-আল্লাহ হাফিজ—————

 

 

74 COMMENTS

  1. What i dont understood is in reality how youre now not really a lot more smartlyfavored than you might be now Youre very intelligent You understand therefore significantly in terms of this topic produced me personally believe it from a lot of numerous angles Its like women and men are not interested except it is one thing to accomplish with Woman gaga Your own stuffs outstanding Always care for it up

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here