photoshop tutorial part-2|ফটোশপ এর মাধ্যমে ক্রপ টুল দিয়ে নির্দিষ্ট সাইজের ছবি সাইজ করুন

25
468

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ছবি এডিটিং করার জন্য যত সফটওয়ার আছে তার মধ্যে ফটোশপের জনপ্রিয়তা সবার উপরে। এর ব্যবহারও খুব বেশি কঠিন নয় আবার সহজ ও নয়। এটি দিয়ে আমরা আজকে  ছবি ক্রপ করবো। অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে নির্দিষ্ট সাইজের ছবি দরকার হয়। তাই এ কাজটি করা বা জানা খুবই প্রয়োজন।

ছবি ক্রপ করতে হলে প্রথমে আমাদেরকে সাইজ সম্পকে বুঝতে হবে…তারপর যে ছবিটা ক্রপ করব সে ছবিটা ফটোশপে আনতে হবে। আমি একটা ছবি আনলাম, আপনারা যে কোন সাইজের ছবি আনতে পারেন।

এখন আমি মিনার ছবি রাখব রাজু ছবি বাদ দিব তা করতে হলে প্রথমে টুলবারের বামদিকে ৩ নাম্বার Crop Tool টুল উপর মাউস ধরলেই নাম দেখা যাবে। তার উপর ক্লিক করুন। এবার উপরে সাইজ লেখার ঘর আসবে। Width আর height, Width এর ঘরে লিখুন 1.5 আর height এর ঘরে লিখুন 1.9, Resolution -300 দিতে হবে ছবির কোয়ালিটি ভালোর জন্য, এখানে in ছাড়া mm, px, cm সহ আরো অনেক একক দেয়া যায়। সাইজ দেয়ার পর কী-বোর্ড থেকে Enter চাপুন।

এবার ছবির উপর মাউস এর বাম বাটন চেপে ধরে বা ড্রাগ করে নিচে-ডান দিকে টেনে নিয়ে যান। ছবির যতটুকু অংশ আপনার দরকার হয় ততটুকু সিলিক্ট করুন। ড্রাগ করার সময় আপনি কী-বোর্ড থেকে বাম হাতে Spacebar চাপতে পারেন। এতে সিলেকশনটি মাউস দিয়ে বিভিন্ন দিকে মুভ করার সুযোগ পাবেন। সিলেক্ট করা শেষে মাউস ছেড়ে দেন। এবার কী-বোর্ড থেকে Arrow Key এর মাধ্যমে ডানে, বামে, উপরে, নিচে নিয়ে দেখুন মনের মত হয়েছে কিনা। যদি মনের মত হয় তাহলে এন্টার চাপুন বা ছবির উপর রাইট ক্লিক করে Crop এ ক্লিক করুন।

যদি সিলেকশনটা বাতিল করতে চান তাহলে কী-বোর্ড থেকে Esc কী চাপুন। এতে ছবির সিলেকশন বাতিল হয়ে যাবে এবং আপনি আবার ক্রপ করার সুযোগ পাবেন। আর ক্রপ করার পর যদি মনে হয় যে ক্রপ করা সুন্দর হয়নি বা মনের মত হয়নি তাহলে কীবোর্ড থেকে Ctrl+Alt+Z চাপুন। এতে আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ পাবেন। আবার ক্রপ করুন। সব শেষে মনের মত হলে এন্টার চাপুন বা ছবির উপর রাইট ক্লিক করে Crop এ ক্লিক করুন। তাহলে ক্রপ করা ছবিটি নিচের মত হয়ে নির্দিষ্ট সাইজের ছবিতে পরিণত হবে।

এবার File>Save as এ ক্লিক করুন।

ভুল হলে ক্ষমা করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here