চাকরি এবং পেশাবিষয়ক ওয়েব পোর্টাল চাকরি ডটকমের ফেসবুক ফ্যানপেজ স্বীকৃতি পেয়েছে। চাকরি ডটকমের ফেসবুক পেজ (facebook.com/Chakri.Com.Bangladesh) ৬ মার্চ ফেসবুকে ভেরিফায়েড হয়েছে। পেজটিতে গতকাল বুধবার পর্যন্ত ২৬ লাখের বেশি লাইক দিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা।
১৭ জানুয়ারি ‘প্রথম আলো জবস’ নাম পরিবর্তন করে ‘চাকরি ডটকম’ হয়েছে। ২০০৭ সালের মাঝামাঝি সময় এই পেজটির যাত্রা শুরু হয়েছিল। চাকরিপ্রত্যাশীদের প্রয়োজনীতার কথা বিবেচনায় রেখে নিত্যনতুন সুযোগ-সুবিধা নিয়ে সাজানো হয়েছে (www.chakri.com) সাইটটি। চাকরিদাতাকে তাঁর প্রয়োজনীয় সঠিক কর্মীকে বেছে নিতে এবং চাকরিপ্রত্যাশীকে তাঁর কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পেতে সহায়তা করাই চাকরি ডটকমের মূল লক্ষ্য।
সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসার পেজকে ‘ভ্যারিফায়েড’ স্বীকৃতি দিয়ে থাকে। এই স্বীকৃতি প্রমাণ করে এটি প্রতিষ্ঠান বা ব্যক্তির আনুষ্ঠানিক ও প্রকৃত ফেসবুক পেজ। ভেরিফায়েড পেজের পাশে নীল রঙে একটি টিক চিহ্ন দেওয়া থাকে।
[the_adid=”1778″]