ফেইসবুকে এসেছে ডাউন ভোট বাটন!

25
373

ফেইসবুকে এসেছে ‘ডাউন ভোট’ বাটন। অনলাইন কমিউনিটিকে বিভ্রান্ত করার অপচেষ্টা রোধে ‘ডাউন ভোট ’ বাটন এনেছে স্যোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

বর্তমানে কিছু সংখ্যক ব্যবহারকারী ফিচারটি পেয়েছেন। তবে দ্রুতই সব ব্যবহারকারীদের কাছে তা পৌঁছে যাবে বলে জানিয়েছে ফেইসবুক।

অনেকেই মনে করছেন এটি ‘ডিসলাইক’ বাটন। তবে ফেইসবুক জানিয়েছে, এটি ডিসলাইক বাটন নয়। বাটনটি মূলত ফেইসবুক পোস্টের নিচে মন্তব্যে প্রদর্শিত হবে। কোনো কমেন্ট আপত্তিকর মনে হলে ব্যবহারকারীরা সেই মন্তব্যে ডাউন ভোট দিতে পারবেন। একইসঙ্গে কমেন্টে নিজস্ব মতামত দিয়েও আপত্তি জানানো যাবে।

ফেইসবুক ব্যবহারকারীরা যাতে কমেন্টের তথ্য যাচাই-বাছাই করে প্রতিক্রিয়া জানাতে পারেন সেজন্যই ডাউন ভোট বাটনটি যোগ করা হয়েছে।

সোশ্যাল সাইট রেডিটেরও এ ধরনের বাটন রয়েছে যার মাধ্যমে রেডিট পোস্টের ভিজিবিলিটি কমিয়ে দেয়। যে পোস্টে বেশি ডাউন ভোট থাকবে সে পোস্ট ততো কম মানুষ দেখতে পাবে।

সূত্র: দ্য নেক্সট ওয়েব

পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করুন

ধন্যবাদ, itdoctor24.com এর সাথে থাকুন

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here