|
বিশেষজ্ঞদের বক্তব্য, এক ধাক্কায় পড়তে চলেছে আইফোন ৫এসের দাম। তাও যেমন-তেমন নয়- পাক্কা ৫০ শতাংশ! হঠাৎ করে কেন এমন মন্দার মুখ দেখতে চলেছে আইফোন ৫এস? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আইফোন৫এসকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তাদেরই নতুন ফোন আইফোন এসই। সেটা বাজারে আসতে চলেছে মার্চ মাস নাগাদ। তাই সব দিক খতিয়ে বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী- নয়া মডেলের বিক্রির পাশাপাশি পুরনোটাকেও ধরে রাখতে দাম কমিয়ে দেবে আইফোন সংস্থা। বাজার সমীক্ষা বলছে, এখনই আইফোন ৫এস পাওয়া যায় ২১৪৯৯ টাকায়। দাম কমলে সেটা ১০ হাজারের কাছাকাছি গিয়ে ঠেকবে বলে তাই ধারণা! |