রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৈনিক ১টি করে রসুন

14
271
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৈনিক ১টি করে রসুন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুনের জুড়ি মেলা ভার। প্রতিদিন কয়েকটা কোয়া বা একটি করে রসুন খেলেই তা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেবে। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৈনিক ১টি করে রসুন-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৈনিক ১টি করে রসুন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দৈনিক ১টি করে রসুন

রসুন শরীরের ব্যাক্টেরিয়া প্রতিরোধী ব্যবস্থাকে জোরালো করে তোলে। এ ছাড়াও রসুন মানুষকে তরতাজা ও স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে। কিছু চিকিৎসা পদ্ধতিতে রসুন সাধারণ ঠাণ্ডা প্রতিরোধে ব্যবহৃত হয়। প্রতিদিন সামান্য পরিমাণে রসুন খেলেই এ উপকার পাওয়া যায়।

রসুনকে খাওয়া যায় স্বাভাবিক খাদ্যতালিকায় মসলা হিসেবে ব্যবহার করে। এ ছাড়া সুপে এটি মেশাতে পারেন কিংবা অন্যান্য সবজির সঙ্গে সালাদ বানিয়ে খেতে পারেন।

রসুনের গন্ধের কারণে যদি এটি খেতে সমস্যা হয় তাহলে এতে ভিনিগার মিশিয়ে নিতে পারেন। এ জন্য একটি বাটিতে রসুনের কোয়াগুলো কুচি করে কেটে সেগুলো ভিনেগারে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। এরপর এটি নিশ্চিন্তে সালাদের মতো খাবারে ব্যবহার করতে পারবেন।

– See more at: http://www.ruplabonno.com/archives/7343#sthash.wxqA0cii.dpuf

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here