৬ হাজারেরও কমে মিলবে যেসব স্মার্টফোন

20
283
৬ হাজারেরও কমে মিলবে যেসব স্মার্টফোন
৬ হাজারেরও কমে মিলবে যেসব স্মার্টফোন
ক্যামেরা, ব্যাটারি লাইফ, স্ক্রিনসাইজ, র‌্যাম, অপারেটিং সিস্টেম, মেমোরি, প্রসেসর –এই সব ফিচার ভালো না হলে স্মার্টফোনের আসল মজাই পাওয়া যায় না। কিন্তু ভালো ক্যামেরা, ব্যাটারি লাইফ, স্ক্রিনসাইজ, র‌্যাম, মেমোরি বা প্রসেসরের স্মার্টফোন কিনতে খরচটাও পরে একটু বেশি। তবে কম খরচেও উন্নত কনফিগারেশনের স্মার্টফোন পাওয়া যায়। এমনকি, ছয় হাজার টাকার কম দামেও মিলবে গল্প করার মতো স্মার্টফোন। আর সেই খবর দিতেই এই প্রতিবেদন-
১. লেনোভো এ২০১০
এই ডিভাইস প্রায় ৫ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে। এতে রয়েছে ৪.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ফোরজি সাপোর্ট, ১.১ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর, এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৮ জিবি রম, ২২০০ এমএএইচ ব্যাটারি। এই স্মার্টফোনটি ৪.৪.৪ অ্যান্ড্রয়েড কিটক্যাট সংস্করণে চলবে।
২. মাইক্রোম্যাক্স ক্যানভাস স্পার্ক
এই ফোনটিও ৬ হাজার টাকার মধ্যে মিলবে। এতে রয়েছে দুর্দান্ত কিছু স্মার্ট ফিচার। অ্যান্ড্রয়েড ললিপপ ৫ সংস্করণের ফোনটিতে রয়েছে ৪.৭ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন, ১.৩ গিগাহার্টজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ২০০০ এমএএইচ ব্যাটারি।
৩. মটোরোলা মটো ই সেকেন্ড জেন
৫ হাজার ৮০০ টাকার কমে পাওয়া যাবে ফোনটি। এটি ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ সংস্করণে চলবে। এতে রয়েছে, ৪.৫ ইঞ্চি কিউএইচডি স্ক্রিন, ১.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ২০০ কোয়াডকোর প্রসেসর, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ২৩৯০ এমএএইচ ব্যাটারি লাইফ।
৪. সোয়াইপ এলিট ২
৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ সংস্করণের ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১৯০০ এমএএইচ ব্যাটারি লাইফ, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ৮ জিবি রম।
৫. জোলো এরা ফোর জি
৫ হাজার ৫০০ টাকার ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ, ১.৫ গিগাহার্টজ

20 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here