গ্রামীণফোনের সকল সিমের (বন্ধ ও সচল) লোভনীয় ইন্টারনেট অফার। বাদ যাবেনা কেউ আর। জলদি করুন।

23
315
Grameenphone_logo_BD

# ২০ টাকায় ২০০০ এমবি

এই অফারটা গ্রামীণফোনের নতুন একটা অফার। এতে আপনি ২০ টাকায় পাবেন মোট ২০০০ মেগাবাইট ইন্টারনেট। Active করতে ডায়াল করুন *৫০০০*৭৬# এই ২০০০ Mb এর মেয়াদ ৭ দিন। এটা রাত ১২.০০-সকাল ১০.০০টা পর্যন্ত।

# ৪৪ টাকায় ৮ জিবি

এটা গ্রামীনফোন বন্ধ সিমের অফার। এটা আপনার ৯০ দিন বন্ধ থাকা সিমের জন্য প্রযোজ্য।আপনার বন্ধ সিম এই অফারের আওতায় আছে কিনা তা জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BHK 017xxxxxxxxxxx আর পাঠিয়ে দিন 9999 নাম্বারে। [BHK স্পেস আপনার নাম্বার] যদি আপনার সিম ঐ অফারের আওতায় থাকে তবে আপনাকে মেসের মাধ্যমে জানানো হবে।তখন আপনি *১১১*৯০# ডায়াল করে ৯ টাকায় ২ জিবি করে মোট ৪ বার নিতে পারবেন।এটার মেয়াদ থাকবে ১৫ দিন পরে আপনি চাইলে মেয়াদ বাড়াতে পারবেন।

# ৯ টাকায় ১ জিবি

এটা গ্রামীনফোন সিমের যারা নিজেদের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করবে তাদের জন্য। আপনার জিপি সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করে আপনার জিপি সিমে ১১ টাকা রেখে ডায়াল করুন *৫০০০*৯৯# এটার মেয়াদ থাকবে ৭ দিন ব্যবহার করতে পারবেন রাত ২.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।

# ৬৪ টাকায় ১ জিবি

এটা গ্রামীনফোনের সকল সিমের জন্য।এই অফারটি নিতে ডায়াল করুন *৫০০০*১৯২# এটার মেয়াদ থাকবে ৫ দিন।

# ৫০ এমবি ইন্টারেট একদম ফ্রী

এটা যারা গ্রামীনফোন সিমের একটা অফার। যারা গত ৬ ডিসেম্বর এর পর থেকে ১৫০ কেবির উপর ইন্টারনেট ব্যবহার করেননি তারা এই অফারটি পাবেন। অফার টি Active করতে আপনার ৬ ডিসেম্বর ২০১৫ইং এরপর থেকে ইন্টারনেট ব্যবহার সিম থেকে ডায়াল করুন *৫০০০*১১৩#

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here