আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আশা করি ভালই আছেন। কারন ভাল থাকার জন্য কোনো কারণ লাগে না। প্যারামুক্ত জীবন থাকলেই চলে,আর কিছু লাগে না।
যাই হোক আজ যে রমটি শেয়ার করব সেটির নাম “Reborn_W71″। অবশ্যই Symphony Xplorer W71 ইউজারদের জন্যই।
তবে বরাবরের মত যারা MT6577 বেইসড স্মার্টফোন ইউজ করেন এবং যাদের Mount point mmcblkp03 তাদের জন্য পোর্ট করার পথ ত আছেই।
শেয়ারকৃত অন্যান্য রমের চেয়ে এটা একটু ভিন্ন ধরনের। পার্থক্যটা সবচেয়ে বেশী ধরা পড়ে Statusbar এ। সচরাচর চোখে পড়ার মত
Ststusbar এর চেয়ে একটু ভিন্ন ধরনের আউটলুক নিয়ে বেশ ভাল UI আছে এতে।
রমের আউটলুকটা একটু ঝালিয়ে নেয়ার জন্য ছোট্ট একখানা Rom Review এখানে দেয়া হলো।
ডাওনলোডের আগে এক নজর দেখে নিয়ে তারপর ডাওনলোড করতে পারেন। আশা করি নিরাশ হবেন না।
রিভিও ঃঃ
Rom Review
টিউনে স্ক্রিনশট না থাকলে কেমন জানি খালি খালি লাগে। ভিডিও রিভিও থাকলে যদিও স্ক্রিনশট দরকার পড়ে না, তবুও একটা কমপ্লিট টিউনের
জন্য নাহয় কিছু স্ক্রিনশট দিয়েই দিলাম। সমস্যা নাই ত!!
স্ক্রিনশটঃঃ
বাগ ঃঃ
কোনো বাগ নেই।
Installation Process :
1.First of all give your smarty root permission .
2.Download the rom.
3.Reboot Your Phone in Recovery mode.
4.(Most Important) Have a backup of your current rom.
5.Wipe data and factory reset.
6.Locate this rom from sd card.
7.Select and Flash the rom.
8.Wipe Dalvik Cache.
9.Reboot.
যেকোনো প্রকার সমস্যা আপনি টিউমেন্ট বক্সে রাখতে পারেন। আশা করি সমাধান পাবেন।
তবে, অসংলগ্ন ও অপ্রাসঙ্গিক কথাবার্তা থেকে বিরত থাকুন।