আপনার হ্যাকার হওয়ার আশা এবার আমরা মেটাব

0
180
Unnamed

আপনার হ্যাকার হওয়ার আশা এবার আমরা মেটাব

প্রযুক্তির যুগে হ্যাকিং সবচেয়ে বহুল আলোচিত বিষয়।সবাই এটা শিখতে চাই কেওবা এর শিকার হয়।অনেকেই টাকা দিয়ে হ্যাকিং শিখে। কেও বা টাকা ধরা খায়। গুগলে অনেক টিউন এবং ট্রিক থাকলেও বেশির ভাগ ট্রিক কাজ কম করে অথবা করে না বা আপনারা বুজতে পারেন না বা অনেক টিউনই ভুয়া। বেশি কথা বলা আমার সভাব নয়।
আমি আপনাদের চাহিদা অনুযায়ি হ্যাকিং শিখাব এই প্লাটফরমে।। আপনারা এখানে Request করেন যে আমি প্রথমে কোন বিষয় টা নিয়ে ধারাবাহিক টিউন করব অর্থাৎ আপনারা ফ্রাস্ট কোন টিউটোরিয়াল শিখতে চান।।
মনে রাখবেন একটা কথা –Unnamed
“আপনি হ্যাক করার জন্য শিখবেন না,অজর্ন করে হ্যাক করবেন।”
Learn>practise >use

সবচেয়ে বেশি Request কৃত টিউনের বিষয়বস্তুটিই এখানে উম্মোচন করা হবে।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।এক্সামের কারনে Active থাকতে পারি নি এজন্য আমি আন্তরিক দু:খিত।যাই হোক ফিরে এসে আপনাদের মাঝে কিছু বিলিয়ে দেওয়াই আমার আসল উদ্দেশ্য।

Comments

facebook comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here