হাতুরুসিংহের প্রশ্নের যে জবাব দিলেন স্মিথ।

21
265

শনিবারই সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া দলের কম্বিনেশন নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহে। বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া নিজেদের কম্বিনেশন নিয়েই নিশ্চিত নয়। আর এটাই তাদের দুর্বলতা!’

ম্যাচের আগের দিন হাতুরুসিংহের এই কথার জবাব দিয়ে দিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। বললেন, ‘আমরা আমাদের কম্বিনেশন নিয়েই চিন্তা করছি। এই কন্ডিশনে আমাদের ক্রিকেটাররা কিভাবে খেলে সেটাই দেখছি। আমরা জানি বাংলাদেশের কাছে কি কি প্রত্যাশা থাকবে। আর সেভাবেই আমরা প্রস্তুত আছি। মানতে হবে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছে এবং কোচ হাথুরুসিংহেও তাদের অনেক কিছু শিখিয়েছে। তবে হ্যা হাতুরুসিংহের সঙ্গে নিউসাউথ ওয়েলসে কাজ করার অভিজ্ঞতা আমারও রয়েছে।’

দু’দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে এম চিন্বস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হবে বলে উল্লেখ করেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটা দিয়েই লড়তে হবে বলেও জানান এই দলপতি।

বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে স্মিথ বলেন, ‘দল হিসেবে ক্রিকেটে বাংলাদেশ অনেক বেশি উন্নতি করেছে। সাম্প্রতিক সময়ে ম্যাচগুলোতে পাওয়া সাফল্যই ওদের উন্নতির জানান দেয়। ওরা অনেক কৌশলী হয়ে ক্রিকেট খেলে, পাশাপাশি একটা সংঘবদ্ধ দল হয়ে খেলছে। তাই ওদের হারানো কঠিন হবে। চান্দিকা হাতুরুসিংহের কল্যাণে আর ওদের নিজেদের প্রচেষ্টায় দুই বছর ওরা বেশ সফলভাবে খেলেছে।’

এদিকে, সানি-তাসকিনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এমন খবরে যখন পুরোপুরি মুষড়ে পরেছে বাংলাদেশ দল। অন্যদিকে স্বস্তিতেই থাকার কথা অজি শিবিরে।

তবে দলে সানি-তাসকিনের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বাড়তি আত্মবিশ্বাসের কারণ হলেও বাংলাদেশকে নিয়ে চিন্তিত স্মিথ। তিনি বলেন, ‘আমার মনে হয় না এই বিষয়টি আমদের জন্য বড় কোনও সুবিধা বয়ে আনবে। ওদের লাইন আপে বেশকিছু ভালো বোলার আছে। আমরা কোনও দলকেই খাটো করে দেখি না। এ নিয়ে আমরা ভাবছি না। আমাদের কাছে আমরা কিভাবে ভালো খেলি আর নিয়ন্ত্রণে রাখি সেটাই দেখার বিষয়। যদি এগুলো ঠিক ঠাকভাবে করতে পারি তাহলে কালকে সফল  হতে পারেবা।’

বোলিং নিয়ে চিন্তিত হলেও অস্ট্রেলিয়া পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না বাংলাদেশের ব্যাটিং লাইনাপ নিয়ে। স্মিথ আরও বলেন, ‘আমরা ওদের কোন দিককেই হালকাভাবে নিচ্ছি না। ওদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি আছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ওদের হারিয়ে ম্যাচ জিততে হলে আমাদের বেশ ঘাম ঝরাতে হবে।’

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here