দ্রুতই ফিরবে তাসকিন : হিথ স্ট্রিক

0
51
দ্রুতই ফিরবে তাসকিন : হিথ স্ট্রিক
দ্রুতই ফিরবে তাসকিন : হিথ স্ট্রিক
দ্রুতই ফিরবে তাসকিন : হিথ স্ট্রিকঅবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অবিযুক্ত তাসকিন আহমেদ ও আরাফাত সানির জন্য আইসিসির দরবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যতটুকু করার ছিল সবটুকুই তারা করেছে। কিন্তু তারপরও ফলাফল পক্ষে আসেনি। এখন যা করার তাসকিন-সানিকেই করতে হবে। বিসিবি কেবল সময়মত তাদেরকে আরেকবার শুদ্ধি পরীক্ষা করিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় সহযোগিতা করতে পারে।
নিজেদের শুধরিয়ে নেয়ার সেই কাজটা শুরু করে দিয়েছেন তাসকিন-সানি। সানির ক্ষেত্রে কিছুটা সময়ের দরকার হলেও তাসকিন যে দ্রুতই বোলিং অ্যাকশন ল্যাবে ঢুকতে পারবেন সেটি অনুমেয়ই। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিনকে নিয়ে একই আশাবাদ ব্যক্ত করেছেন টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিকও।
স্ট্রিক জানিয়েছেন, তাসকিন খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবেই চলছে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারার জন্য তাকে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না বলে আমার বিশ্বাস। আগামী এক থেকে দেড়মাসের মধ্যেই নিজেকে প্রমাণ করতে পারবেন তাসকিন।

 

Comments

facebook comments

Please comment Here (ভাল লাগলে কমেন্ট করুন)