দ্রুতই ফিরবে তাসকিন : হিথ স্ট্রিক
নিজেদের শুধরিয়ে নেয়ার সেই কাজটা শুরু করে দিয়েছেন তাসকিন-সানি। সানির ক্ষেত্রে কিছুটা সময়ের দরকার হলেও তাসকিন যে দ্রুতই বোলিং অ্যাকশন ল্যাবে ঢুকতে পারবেন সেটি অনুমেয়ই। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিনকে নিয়ে একই আশাবাদ ব্যক্ত করেছেন টাইগারদের বোলিং কোচ হিথ স্ট্রিকও।
স্ট্রিক জানিয়েছেন, তাসকিন খুব দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবেই চলছে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারার জন্য তাকে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না বলে আমার বিশ্বাস। আগামী এক থেকে দেড়মাসের মধ্যেই নিজেকে প্রমাণ করতে পারবেন তাসকিন।