আগামী ৩ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।আর এ ম্যাচের মাঝামাঝি সময়ে হওয়ার কথা ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিন্তু কলকাতার উড়ালসেতু ধসের জেরে বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল ম্যাচের অনুষ্ঠান।
প্রতি আসরের মতো এবারেও উদ্বোধনের মতো ফাইনালের আগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা ছিলো।
কিন্তু সেখানে উড়ালসেতু দূর্ঘটনায় ২৪ জন সাধারণ মানুষ নিহতের কারণে তা বন্ধ করতে চলেছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এখনো তা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সূচি অনুযায়ী শুক্রবার মিডিয়া রিসিপশন এবং শনিবার ফাইনালিস্ট টিম-সহ বাকিদের নিয়ে একটি ককটেল ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। ইতোমধ্যে মিডিয়া রিসেপশনের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। ককটেল ডিনারও বাতিল হয়ে যাওয়ার পথে।