[Mega Tune] Wi-Fi হ্যাকিং এর জন্য সবচেয়ে ভালো সিস্টেম / OS এবং টুলস !

20
554
Wi-Fi Hacking

Wi-Fi হ্যাকিং এর জন্য সবচেয়ে ভালো সিস্টেম / OS এবং টুলস !

আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি  Emran আছি আপনাদের সাথে !! এর আগের টিউনে আমরা জেনেছিলাম  Kali Linux কি ? কি কি করা যায় এটা দিয়ে ? !!

এই টিউনে আমরা  Wi-Fi হ্যাকিং এর জন্য সবচেয়ে ভালো সিস্টেম / OS এবং টুলস  এবং সব শেষে Android দিয়ে সম্ভব কি না তা নিয়ে আলোচনা করবো !

অনেকদিন আপনাদের জন্য লিখা হয় না ! কারন অনেক এর মধ্যে প্রধান কয়েকটা কারন হচ্ছে নিজের Engineering পড়ালেখা !

যারা এই বিষয়ে পড়ছেন তারা ভালো করে জানেন প্যারা কাকে বলে ! আরো কিছু কারন আছে

  • টিউন সম্পূর্ণ না পড়েই ভুয়া বলার জন্য
  • নিজে না পারলে টিউন কাজের না, ভুয়া,ফালতু, কাজ করে না,ভাই কি গাজা খেয়ে টিউন করেছেন ?
  • নিজের নামে আমার টিউন চালিয়ে দেয়া !
  • অকারনে বাজে টিউমেন্ট করা ব্লা ব্লা ব্লা !

বাদ দিলাম সব আপনাদের জন্য আমি তাই মাঝে বন্ধ দিলেও আবার লিখা শুরু  করলাম ! আজকের টপিকে ফিরে যাই আজকে আমরা একটা লিনাক্স অপারেটিং সিস্টেম কিছু টুলস এবং Wi-Fi হ্যাকিং নিয়ে আলোচনা করবো। সব শেষে কিছু ডেমো দেখবো !

এখনো বিশ্বাস করতে পারছেন না ?  সরাসরি একদম নিচে গিয়ে আগে ডেমো দেখে আসেন তারপর টিউন পড়েন !

Wi-Fi হ্যাকিং

Wi-Fi Hacking

Wi-Fi হ্যাকিং নিয়ে মানুষের জল্পনা কল্পনা আর প্রস্নের শেষ নেই ! তাই আগে ব্যাপারটা ক্লিয়ার করি !

Wi-Fi হ্যাক হতে পারে ৪ ভাবে :

  1. Wi-Fi এর ফিশিং এর মাধ্যমে অন্য Wi-Fi ব্যবহারকারী বা ইউজারকে বোকা বানিয়ে (এক্ষেত্রে Password Strength যত ভালো আর বড়ই হোক সেটা ব্যাপার না  ) !
  2. WPS Enable থাকলে সেটার মাধ্যমে কানেক্ট করে ! (অবশ্যই WPS Enable থাকতে হবে)
  3. HandShake Collect করে সেটাকে BruteForce / Dictonary Attack করে !
  4. আপনি রাউতারের Physical Access  নিতে পারেন তবে ! (অনেকে এটাকে হ্যাক হিসেবে নেয় না)

 

Wi-Fi Phishing

User Manipulating / Social Engineering করে Wi-Fi পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব এবং এটা ১০০% কাজ করে ফেসবুক ফিশিং এর মত !

প্রশ্ন ১ : কিভাবে করে  ?

উত্তর : পরবর্তী টিউনে দিবো আশাকরি !

প্রশ্ন ২ : কি দিয়ে করে ?

উত্তর : Linux এর কিছু স্পেশাল টুলস দিয়ে ! নাম :

 

  • WifiPhisher
  • Ghost Phisher
  • Linset

 

WPS Attack

দ্রুত Wi-Fi কানেক্ট করার জন্য রাউটারে WPS (WPA2 Personal security) নামের একটি সিস্টেম আছে যেখানে ৮ নাম্বারের কিছু কোড আছে যা দিয়ে আপনি খুব সহজে Wi-Fi Access Point এ পাসওয়ার্ড ছাড়াই জয়েন করতে পারবেন ! জয়েন করার পর আপনি চাইলে সেই Access Point বা Wi-Fi এর পাসওয়ার্ড দেখতে পারবেন !

এটাও একধরনের BruteForce অ্যাটাক যা অনেকসময় রাউটার ব্লক করে দেয় !

প্রশ্ন ১ : কিভাবে করে  ?

উত্তর : পরবর্তী টিউনের পরের টিউনে দিবো আশাকরি !

প্রশ্ন ২ : কি দিয়ে করে ?

উত্তর : এটা উইন্ডোজ এবং  Linux উভয় দিয়েই করা যায় ! উইন্ডোজ দিয়ে করতে যে টুলস লাগবে এর নাম :

  • Jumpstart and Dumpper

Linux দিয়ে করতে যে টুলস লাগবে এর নাম :

  • Reaver
  • Pixiewps
  • Wash
  • WPS Pixie Dust Attack

 

HandShake Collect and BruteForce / Dictonary Attack

এই পদ্ধতি ব্যবহার করে Wi-Fi হ্যাক করার জন্য আপনাকে হয়তো হাগার  হাগার   😛   😆 বছর অপেক্ষা করা লাগতে পারে আবার হয়তো আধা ঘণ্টাও লাগতে পারে ! এটা নির্ভর করে কত মজবুত পাসওয়ার্ড রাউটারের মালিক ব্যবহার করেছে তার উপর !!

এটা উইন্ডোজ দিয়ে  একমাত্র Aircrack দিয়েই (অনেক ঘাপলা করে) করা যায় আর অন্য কিছু দিয়ে হয়তো করা যায়  না ! আমি চেষ্টা করিনি ! কারো জানা থাকলে বলবেন !

Wi-Fi হ্যাকিং জগতে সবচেয়ে পপুলার টুল বা স্রিপ্ট হচ্ছে এই

Aircrack !

এর কাজ বর্ণনা করা শুরু করলে আরো ১০ টা টিউন লিখা লাগবে তাও শেষ হবে না !

আরো পপুলার কিছু টুলস এর নাম হচ্ছে :

  • Wifite
  • Fern Wifi Cracker

 

এছাড়াও আরো অনেক টুলস আছে আমার অজানা হতে পারে অথবা পপুলার নাও হতে পারে !

এখন আসি OS (Operating System) এর কথায় ! যেমনটা আপনারা দেখলেন উইন্ডোজ দিয়ে মাত্র কয়েকটা পদ্ধতি কাজ করে কিন্তু Linux এ সবগুলুই কাজ করে ! আপনারা যারা এসব শিখতে চান তারা আগে Linux কে ইকটু ভেজে খাওয়ার চেষ্টা করেন না পারলে ধরে নিবেন, বুঝে নিবেন এবং মনে করবেন এইসব আপনার কাজ না ! কারন হ্যাকিং সবার কাজ না !

 

WifiSlax

Wifislax হচ্ছে লিনাক্স এর একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ! যা Slackware Linux distribution এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ! এর প্রধান লক্ষ্য হচ্ছে সর্বশেষ ওয়াই-ফাই প্রযুক্তি সমর্থন করা ! এর মধ্যে প্রায় ২০০ (আনুমানিক) এর অধিক টুলস আছে যা দিয়ে অনেক রকমের Wi-Fi / Wireless Hack / Test এবং কিছু ফরেনসিক কাজ করা যায় ! কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এর বেশীরভাগ টুলস এর ল্যাঙ্গুয়েজ Spanish !  তবে কেউ যদি ভালো গুগলিং করতে পারে তার জন্য Language does not matter :-p 😀 !
যাই হোক এটা অন্যান্য লিনাক্স এর মত লাইভ / ভার্চুয়াল মেশিন এবং পার্মানেন্ট ভাবে ব্যবহার করা যায় !

Wi-Fi হ্যাক Android

দুঃখের কথা হলেও সত্য যে সকল Android দিয়ে Wi-Fi হ্যাক করা সম্ভব না ! তবে কিছু কাজের মেথড বলি যা আমার জানা আছে

  • WPS Enable থাকলে Rooted Android দিয়ে Wps Bruteforce Attack করা যায় ! AppName : WPS Connect Developer: FroX (আমি চেষ্টা করি নাই তবে একটা ভালো সোর্স থেকে জেনেছি এবং আরো কয়েকজনের কাছে শুনেছি)
  • কিছু কিছু ডিভাইসে কালি লিনাক্স চলে (সুত্র : Kali Official Website) ! সেগুলু দিয়ে করা সম্ভব !

আর কোনো পদ্ধতি আমার আপাতত জানা নাই Android এর ক্ষেত্রে ! অনেকেই বলে এই এপ দিয়ে ঘোড়ার ডিম থেকে Wi-Fi Password পাওয়া যায় এইসব বিশ্বাস করে শুধু শুধু নিজের Android ডিভাইসে ভাইরাস ডুকাবেন না ! আর যদি নতুন এপ টেস্ট করতে চান সেক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিবেন অবশ্যই !

ওয়াইফাই হ্যাক ডেমো : WiFi Hacking (Wifislax – Linset)

 

সবশেষে আমার জন্য দোয়া করবেন ! ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা কপি করবেন তারা অবশ্যই আমার কষ্টের জন্য অন্তত ক্রেডিট দিবেন না হয় লিখার আগ্রহ নষ্ট হয়ে যায় !

আর পারলে কপি থেকে বিরত থাকবেন :) সবার জন্য শুভ কামনা ! ফেসবুকে আমাকে ফলো করে প্রশ্ন করতে পারেন তবে সেটা জেনো অযথা কিংবা হ্যাক করে দেন ব্লা ব্লা না হয় ধন্যবাদ !

ফেসবুকে আমি : Emran

আমার অন্যান্য টিউন :

20 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here