অ্যান্ড্রয়েডে বেড়েছে ম্যালওয়্যার আক্রমণ

0
50
অ্যান্ড্রয়েডে বেড়েছে ম্যালওয়্যার আক্রমণ

২০১৫ সালে আগের বছরের তুলনায় অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যার আক্রমণ দ্বিগুণ বেড়েছে। সম্প্রতি নিরাপত্তা সফটওয়্যার কোম্পানি ট্রেন্ড মাইক্রোর বার্ষিক নিরাপত্তা প্রঅ্যান্ড্রয়েডে বেড়েছে ম্যালওয়্যার আক্রমণতিবেদনে এমন তথ্যই বেরিয়ে এসেছে। ২০১৬ সালে স্মার্ট প্রযুক্তিপণ্য হ্যাকিংয়ের ঘটনা আরও বাড়বে বলে সতর্ক করা করেছে ট্রেন্ড মাইক্রো। ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদন মতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যার বেড়ে যাওয়ায় ব্যাপকভাবে ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হবে।   ট্রেন্ড মাইক্রোর দাবী, অপারেটিং সফটওয়্যারের সূক্ষ্ম বাগ ব্যবহার করে এ ধরনের ম্যালওয়্যার হামলা চালানো হয়। এরপর ব্যবহারকারীর অজান্তেই ডিভাইস রিবুট, ব্যাটারি ড্রেইনিং, এমনকি সব ধরনের তথ্যে প্রবেশ করা হয়। গত বছর এ ধরনের বেশকিছু ঘটনা পরিলক্ষিত হয়েছে। বিডি-প্রতিদিন/

 

Please comment Here (ভাল লাগলে কমেন্ট করুন)