গোগুল প্লে খুললে দেখা যায় বাংলাদেশ থেকে যেসব অ্যাপস দেখা যায় ৯৫% ফালতু টাইপের অ্যাপস।ওইসব ফালতু ডেভেলপার অনেক সময় গালি দেওয়ার মত অ্যাপস ও আপলোড দেই।আমার এক পরিচিত বন্দু আমাকে তু শরম ই দিয়েছিল।বলল তুদের দেশের পোলাপান খালি কামসুত্রা অ্যাপস ছাড়া কোনকিছু বানাইতে পারে না।আমার মনে হই ওকে বলার মত দিন এসেছে আমাদের দেশে ভাল গেম ও হয়।
এই গেম টা দেখে আমার সত্যি ভাল লাগতেসে আমার দেশের ছেলেরা ভাল কিছু করতে পারে।সাথে সাথে ইন্সটল দিলাম।খেলে দেখলাম ভাল লাগল।অনেক কটিন গেম।গেম টা Car Racing game.আমার বার বার খেলতে ইচ্ছে করতেছে।কারন আমি রেসিং এর ১ নম্বর একবার ও হতে পারিনি।এই গেম এ আপানকে একটা কার নিয়ে খেলতে হবে।আপানার টার্গেট হবে আপনি অন্য কার গুলু কে পেছনে ফেলে নাম্বার ওয়ান পজিশনে যেতে হবে কিন্তু আপনাকে অবশ্যয় ফিনিশ লাইন টাচ করতে হবে।এই গেম এর রোড অনেক সরু তাই স্পীড নিয়ন্ত্রণে রাক্তে হবে।রোড থেকে পড়ে গেলে রেস ওভার হয়ে যাবে।এই গেম এর প্লট হল আপনি নিজেকে কতটুক কনত্রুল রাক্তে পারেন।
আমার এই টিউনের উদ্দেশ্য শুধু গেমটা খেলা না।যেহেতু এটা বাংলাদেশি গেম তাই গেম গুলু যাতে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে তার জন্য প্রমট করা।গেম ইন্সটল করুন এবং ভাল রিভিউ দিন এন্ড শেয়ার করুন।সবাই কে জানিয়ে দিন আমরা ও পারি।
এখান থেকে ইন্সটল করুন।
http://play.google.com/store/apps/details?id=car.racing.dangerous.hill.traffic.rider