আজ আমি যে টিউন টি আপনাদের দিব তা হল কিভাবে Password ছাড়া আপনার এন্ড্রয়েড ফোনে Wi-Fi Connect করবেন। জানিনা এখানে এর আগে এই বিষয়ে কোন টিউন হয়েছে কিনা,যদি হয়ে থাকে যাই হোক এবার শুরু করি। তবে আগেই বলে রাখি সবাই Wi-Fi Connect নাও হতে পারে তবে বেশির ভাগ Connect হবে।এই কাজটি করতে হলে একটি অ্যাপ লাগবে যার নাম Wi-Fi Master। তো চলুন ডাওনলোড করে নিই।
ডাওনলোড করে অ্যাপটি Install করে Open করুন।এবার দেখুন Automatic Data Connection On হয়ে Wi-Fi Search হচ্ছে।যদি আপনার আশে-পাশে Wi-Fi থাকে তাহলে দেখবেন Wi-Fiu Device টি পাবে তখন আপনি এই Wi-Fi Name এ ক্লিক করে Auto Connect লিখাতে ক্লিক করুন।তারপর অল্প কিছুক্ষন অপেক্ষা করুন।এবার দেখুন Connect হয়ে গেছে।
আশা করি আপনারা এই পোস্ট থেকে উপকৃত হবেন এবং নিচে Share বাটনে ক্লিক করে অন্যদের সাথে শেয়ার করবেন।
যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই Share এবং comment করতে ভুলবেন না। আর হে আপনাদের comment এবং Share আমাদের পরবর্তী টিউন করার প্রেরণা যোগাবে।
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,TrickBDNo1.com এর সাথেই থাকুন।