সালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি একটি অনলাইন আরনিং সাইট আপনাদের সাথে শেয়ার করবো। যা থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। সাইটটি অনেটা trafficmoonson এর মত। কথা না বাড়িয়ে কাজে আসি:
প্রথমে আপনার Android এর UC browser/PC হলে Firefox browser দিয়ে এই লিংক যান। তারপর নিচের মত পেইজ দেখতে পাবেন। register এ কিল্ক করুন।
এবার নিচের মত পেইজ আসলে আপনার নাম,ইমেইল,পাসওয়ার্ড, তারপর terms of service বক্স এ টিক দিয়ে register এ কিল্ক করুন।
অসুবিধা হলে আমারটা দেখুন
এখন নিচের মত পেইজ আসলে Login এ কিক্ল করুন।
আপনার username & password দিন,যেটা register করার সময় দিয়েছিলেন। এখানে আমি আমারটা দিয়েছি।
তারপর যে পেইজটা আসবে ওটা রিলোড করে নিচের cash link এ কিল্ক করুন
এখন neobux এ কিল্ক করুন, পেইজটি নিউ ট্যাবে ওপেন হবে। এতে আপনি ০.০২ ডলার পাবেন।
এখন দাগ দেওয়া চিনহে কিল্ক করুন
বারটি নিচের মত পূরণ হবে।
বারটি পূরণ হলে কয়েকটা image আসবে, তার ভিতর উলটা image টি select করুন, আমি একটা উল্টা image কিল্ক করেছি।
উওর সঠিক হলে thank you লেখা আসবে।
এখন ট্যাবটি close করে পূর্বের ন্যায় প্রতেকটা ad WWW,payza,bitcoin কিল্ক করুন।
সব ক্লিক করা শেষ হলে, balance চেক করতে উপরে my account এ ক্লিক করুন।
তারপর নিচে আসুন।
এভাবে প্রতিদিন ১৯টি ad পাবেন, যা থেকে 0.176$ আয় করতে পারবেন। পরের দিন আরো ১৯টি ad পাবেন। ১০ দিনে ২$=১৬০টাকা করলে payza,bitcoin,paypal বিকাশেরএর মাদ্ধমে বের করতে পারবেন।
পরের পোস্টে কিভাবে টাকা withdraw/বের করবেন বিস্তারিত লিখব।