এখন আপনার স্মার্ট ফোনকে করে তুলুন আরো একটু স্মার্ট।নিজের মোবাইলেই দেখতে পারবেন বাংলাদেশের ১০টি টিভি চ্যানেল একটি মাত্র এন্ড্রয়েড app দিয়ে।সাথে দেখতে পারবেন কোপা আমেরিকা লাইভ।
জানি অনেকেরই বিশ্বাস হচ্ছে না। কিন্তু এটা ১০০% সত্য,আর রমজান মাসে মিথ্যা বলার প্রশ্নই আসে না । এর আগেও ফ্রীতে এশিয়া কাপ,বিশ্বকাপ ও আইপিএল দেখানো হয়েছে. কিন্তু সেগুলো ছিল শুধু খেলা চলাকালীন।কিন্তু এই app দিয়ে প্রায় সারাদিন লাইভ টিভি দেখতে পারবেন মাসিক মাত্র ২০টাকা সার্ভিস চার্জ দিয়ে. আর দেখার সময় কোনো এম্বি কাটবে না।শুধু এই app এ ঢুকতে কিছু কিলোবাইট কাটবে
সিডিউলঃ
সকাল ৭টা ৩০-৯টা শুধুমাত্র কোপা আমেরিকা(চ্যানেল নাইন)
সকাল ৯টা থেকে রাত ১০টা৩০ সবগুলো চ্যানেল।
তবে তারাবির নামাজের সময় বন্ধ থাকতে পারে।
কিভাবে দেখবেন???
প্রথমেই নিচের লিংক থেকে app টি ডাউনলোড করুন।
CLICK HERE TO DOWNLOAD
এবার app টি ইনস্টল দিয়ে ওপেন করুন। দেখুন আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে
ত নিচের ছবির মত sign up লিখায় ক্লিক করেন।
এবার নিচের ছবির মত আপনার সকল তথ্য দিয়ে register my account এ ক্লিক করেন।
এবার বাকি টুকু app এই বলা আছে পড়ে নিবেন।অযথা লিখে পোস্ট বড় করতে চাই না।
আশা করি,ইনশাআল্লাহ সবাই সফলভাবে টিভি দেখতে সক্ষম হবে।সবাইকে রমজান মোবারক এর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের টিউন।
যদি কারও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কল দিতে পারেন-01521414917