ব্রেকআপ থেকে ফিরে দারুণ সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিসুন্দরী আনুশকা শর্মা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি তারা খুব শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবেন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশ , বুদাপেস্ট থেকে শ্যুটিং সেরে ফেরার পরেই আনুশকা যাবেন নয়াদিল্লিতে। তিনি দেখা করবেন বিরাটের মা ও পরিবারের সঙ্গে। এরপরে বিরাট ও আনুশকা ছুটি কাটাতে যাবেন।
অনেকেই আবার বলছেন, বিরাটের মায়ের সঙ্গে দেখা করা মানেই বিয়ের পাকা কথা। আবার অন্য একটি মহল বলছে, খুব গোপনে বিয়ে সেরে আনুশকা ও বিরাট যাবেন মধুচন্দ্রিমায়।
দু’তারকার বিয়ে নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে।