রাত হয়েছে অনেক তবু
ঘুম কেন নেই চোখে???
ঘুমিয়ে গেলেও জেগে উঠি
তোমায় স্বপ্ন দেখে।
জাগার পরে মনে পড়ে
সে স্মৃতিগুলোর কথা।
একা একা কাঁদি আর
মনে লাগে ব্যথা…
কাঁদতে কাঁদতে যখন আমার
বালিশ টা যায় ভিজে…
বালিশ বলে,কেউ বুঝবে না কান্না তোমার
কাঁদিস কেন মিছে????
আমি বলি চুপ থাক তুই
তোর সাথে নাই কথা,
তাকে কি করে ভুলবো আমি
যার নাম হৃদয়ে গাথা???
হাসতে হাসতে বালিশ বলে
শুনো পাগলের কথা…
যার জন্য কাঁদছো তুমি
সে কি বুঝবে তোমার ব্যথা… ??
আমি বলি বালিশ তুই
কিছুই বুঝিস না…
মনের মানুষ মনের কথা
কেন বুঝবে না…
হৃদয় জুড়ে যার জন্য
এতো ভালবাসা…
সে কি করে নষ্ট করবে
আমার মনের আশা।???
বালিশ বলে অবাক আমি
শুনে তোমার কথা,
দোয়া করি মনের মানুষ
বুঝুক তোমার ব্যথা…
ধন্যবাদ, বন্ধু বালিশ
কবুল হোক দোয়া…
আমি যেন পাই তারে
এই রইল কামনা… (সম্পুর্ণ কাল্পনিক)