অভিনেতার সকল গুণ আছে শাকিবের : শ্রাবন্তী

0
272

মুক্তির আগেই আলোড়ন তুলেছে দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী শাকিব-শ্রাবন্তী জুটির ‘শিকারী’। নিজের চেনা বৃত্ত থেকে বেরিয়ে শাকিব খান দেখিয়েছেন অভিনয়ের ঝলক। সেই ছবির প্রচারণাতে শ্রাবন্তী এখন ঢাকায়। এত আলোচনা-প্রশংসার পরও কি প্রচারণার প্রয়োজন আছে? বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অনেক মজার প্রশ্ন করা হয়েছিল শ্রাবন্তীকে।

 

‘শিকারী’ সিনেমার ‘হারাবো তোকে’ গানটি রিলিজের পর দর্শকদের কাছ থেকে সাড়া পাচ্ছেন?

 

গানটা দেখে আমার কলিগরা তো অভিভূত! তারা বলছে, শাকিব-শ্রাবন্তী জুটিটা বেশ জমবে এবার। আমি নিজেও গানটি দেখেছি বারবার। যতবার দেখি ততবারই ভালো লাগে। একবারও বোর হচ্ছি না। বারবারই মনে হচ্ছে নতুন কোনো গান দেখছি। আমাদের জুটিটাকে দর্শকরা সত্যিই খুব ভালোবেসেছে।

 

গানটি দেখে মুগ্ধ দেব তো শিকারী টিমকে প্রশংসায় ভাসালো..

 

দেবের টুইটার পোস্টটি দেখে খুব খুশি হয়েছি। শুধু দেব নয় সবাই গানটির প্রশংসা করেছে। ইউটিইউবে অবিশ্বাস্য রকমের ভিউয়ার ছিল। এটা আমাদের আরো অনুপ্রাণিত করছে। আমি চাই গানটি আরও ছড়াক। বাইরের দেশে যারা বাঙালির আছে তারাও দেখুক।

 

দেব, জিৎ আর শাকিব- তিনজনের সঙ্গেই কাজ করলেন। তিনজনকে যদি মার্কিং করতে হয় কাকে কত দেবেন?

 

কোনো সময়ই এটা সম্ভব না আমার পক্ষে।

 

শাকিবকে রান্না করে খাওয়াতে চেয়েছিলেন। কী খাওয়ালেন?

 

কিছু একটু খাইয়েছিলাম। কিন্তু বলবো না। সেটা ওকেই জিজ্ঞাসা করুন।

 

কী থাকছে শিকারী তে?

 

ইমোশন আছে, কমেডি আছে। বিশেষ করে খরাজ দা কমেডি ছিল দেখার মতো। অ্যাকশন আছে, রোমাঞ্চ আছে। এককথায় ফাটাফাটি। একটি সিনেমার মধ্যে দর্শকরা এত কিছু পেলে তারা তো দেখবেই। আমরা নিজেরও পুরো ছবিটা দেখতে ইচ্ছা করছে।

 

শিকারীর আগে বাংলাদেশি সিনেমায় অফার পেয়েছিলেন কী?

 

অনেকবার কথা হয়েছে। সময় সুযোগ হয়নি। ডেটের প্রবলেম ছিল বলে বাংলাদেশি সিনেমা করা হয়নি। শিকারী ই হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। শিকারী দিয়েই বাংলাদেশে যাত্রা শুরু। ভালো লাগছে। আরও ছবি করতে চাই।

 

বাংলাদেশে আসার পর কী কেনাকাটা করলেন?

 

কিচ্ছু কেনাটাকা করিনি। শুধু খেয়েছি।

 

কী খেলেন?

 

ইলিশ আর ইলিশ। ইলিশ আমার খুব প্রিয়। পৃথিবীর ফেভারিট মাছ ইলিশ।

 

শাকিবের সঙ্গে এবারই প্রথম কাজ করলেন। অভিজ্ঞতা কেমন?

 

প্রথম দিন থেকেই আমরা খুব সাবলীল ছিলাম। পুরো অ্যাক্টরের গুণ আছে ওর মধ্যে। ওর এক্সপ্রেশন ভীষণ ভালো লাগে। ড্যান্সিং ভালো করে। অভিনেতার সকল গুণ আছে শাকিবের।

 

শুটিংয়ে কোন ঘটনাটা মনে পড়ছে?

 

গরমের মধ্যে শুটিং করেছিলাম কয়লার খনিতে। শাকিব তো ঘেমে অস্থির। এত ফর্সা সুন্দর দেখতে একজন সে কী না কয়লার খনিতে শুটিং করছিল। টিমের সবাই কঠোর পরিশ্রম করেছি। বিশেষ করে শাকিবের পরিশ্রম ছিল সবচেয়ে বেশি।

 

শাকিবের সঙ্গে ছবি করতে গিয়ে শৈশবের কোনো প্রেমিকের কথা মনে পড়েছে?

 

কত স্টোরি আছে! সে না হয় থাক আরেক দিন।

 

শাকিব খানের ভালো ও মন্দ দিকগুলো কী?

 

খারাপ দিক দেখি না। তার তো সবই ভালো। ভালো ব্যবহার। ভেরি গুড অ্যাক্টর, ভেরি গুড ড্যান্সার।

 

আপনার পৈতৃক বাড়ি বরিশালে। এবার তাহলে বরিশাল যাচ্ছেন?

 

বাবার কাছে অনেক শুনেছিলাম বরিশালের গল্প। এবার যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু যেতে পারছি না। টাইম খুব কম। পরে আবার এলে অবশ্যই যাবো।

Comments

facebook comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here