টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাময়িক ভাবে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদ। এরপর দেশের মাটিতে ঘরোয়া লিগ (ডিপিএল) খেলার অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরোয়া লিগে বল হাতে দারুন বোলং করেছেন তাসকিন ২৬ উইকেট নিয়ে যৌথভাবে লিগের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তার পুরুস্কার হিসেবে ইংল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক দলে ফিরলেন তিনি।
অন্যদিকে তার বোলিং অ্যাকশনের অনেক পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন দেশের আম্পয়ারা। সব কিছু ঠিক থাকলে অক্টোবরে ইংল্যান্ডে সিরিজের আগেই তাসকিনকে পরীক্ষা দিতে পাঠানো হবে।
বাংলাদেশ প্রাথমিক দলঃ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।