23 C
Dhaka
সোমবার, অক্টোবর 2, 2023
Home Operator News banglalink বন্ধ সংযোগ খুললেই মিষ্টি অফার। ৪০০০ এমবি বোনাস ইন্টারনেট.. and ৬...

banglalink বন্ধ সংযোগ খুললেই মিষ্টি অফার। ৪০০০ এমবি বোনাস ইন্টারনেট.. and ৬ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট.

0
327

Banglalink Logo

বন্ধ সংযোগ খুললেই মিষ্টি অফার। অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে আপনার বাংলালিংক নাম্বার টাইপ করে এসএমএস করুন 4343 নাম্বারে (ফ্রি)

অব্যবহৃত সংযোগে ১৯ টাকা রিচার্জে স্পেশাল কল রেট

  • বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা (আই’টপ আপ ব্যতীত) যারা ৩০ দিন বা এর বেশি সময় সংযোগ ব্যবহার করছেন না এবং সংযোগটি এখনো ইন-অ্যাক্টিভ তাদের জন্য অফারটি প্রযোজ্য
  • বন্ধ সংযোগের গ্রাহকরা ১৯ টাকা রিচার্জেই বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট কল রেট এবং অন্য যেকোন নাম্বারে ৬০ পয়সা/মিনিট কল রেট ২৪ ঘণ্টা (১০ সেকেন্ড পালস প্রযোজ্য) উপভোগ করতে পারবেন
  • স্পেশাল কল রেটের মেয়াদ ১০ দিন (রিচার্জের দিন সহ), অফার চলাকালীন প্রতি ১৯ টাকা রিচার্জে এই মেয়াদ বৃদ্ধি পাবে
  • প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা *166*242# ডায়াল করে অফারটি আন-সাবস্ক্রাইব করতে পারবেন। আন-সাবস্ক্রাইব করার পর স্পেশাল ট্যারিফ প্রযোজ্য হবে না এবং গ্রাহক পূর্বের ট্যারিফে ফিরে যাবেন
  • অনিবন্ধনকৃত বন্ধ সংযোগ বায়োমেট্রিক পদ্ধতিতে রি-ভেরিফিকেশন করে এই অফারটি উপভোগ করতে পারবেন

৪০০০ এমবি বোনাস ইন্টারনেট

  • প্রতি ১৯ টাকা রিচার্জে গ্রাহক 200MB বোনাস ইন্টারনেট পাবেন। বোনাস ইন্টারনেট সর্বোচ্চ ২০ বার পাওয়া যাবে। ইন-অ্যাক্টিভ গ্রাহকরা ১৯ টাকা রিচার্জে সর্বোচ্চ ৪০০০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন
  • প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা বোনাস ইন্টারনেট চেক করতে ডায়াল *124*501#
  • বোনাস ইন্টারনেটের মেয়াদ ২ দিন, ফ্রি ইন্টারনেট রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে

৬ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট উপভোগ করুন

  • ১৯ টাকা রিচার্জ করে গ্রাহকরা ৬ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন (এসডি + ভ্যাট + এসসি প্রযোজ্য)
  • প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা এই প্যাকটি নিতে ডায়াল করুন *121*11*1#
  • ৫০০ এমবি ইন্টারনেট প্যাকের মেয়াদ ২ দিন (ব্যবহারের সময় রাত ২টা থেকে দুপুর ২টা)
  • অফার চলাকালীন গ্রাহকরা সর্বোচ্চ ২০ বার স্পেশাল প্যাক ক্রয় করতে পারবেন
  • প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *124*501#

 

Comments

facebook comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here