আপনার প্রিয় COC গেম এর Base টিকে এমনভাবে সাজান যাতে ভয়ে কেও আপনার Base কে Attack দিতে না পারে।

0
282

আসসালামু আলাইকুম।

 

আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।

 

 

আমাদের অতি পরিচিত একটি গেমস হলো ক্ল্যাশ অফ ক্ল্যানশ। আমাদের সবার প্রিয় গেমস হলো এটি। আমরা এই গেমে Attack দিয়ে লুট আনি। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে আবার কেও Attack দিয়ে আমাদের লুট নিয়ে চলে গেছে। এর কারন হলো আমাদের COC BASE সাজানোর ব্যর্থতা। আপনি যে টাউনহল এই থাকুন না কেনো বেজ ভালোভাবে না সাজালে গেম খেলে মজা পাবেন না।

 

 

তাই আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ নিয়ে এলাম যার সাহায্যে আপনি আপনার ওয়ার বেজ এবং হোম বেজ কিভাবে সাজাবেন তা জেনে নিতে পারবেন।

 

 

এই অ্যাপ এ th4 হতে th11 পর্যন্ত বেজ সাজানোর পদ্ধতি বর্ণনা করা হয়েছে।

অ্যাপ নেম:COC BASE DESIGNER.

 

ডাউনলোড লিংক : ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উয়ঠিয়ে Download এ ক্লিক করবেন ]

Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।

 

 

 

 

 

 

 

আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল লাগবে।

 

 

 

 

 

 

 

অনেকেই হয়ত এমন অ্যাপ ই খুজতেছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তাই আজ পেয়ে গেলেন। নিয়মিত এই ধরনের গুরুত্তপুর্ন অ্যাপ পেতে Techtunes এর সাথে নিয়মিত থাকুন।

 

 

 

 

 

 

 

যদি কোন সমস্যা হয় আমাকে জানাতে পারেন।

 

 

 

 

 

 

 

তাহলে আজকে আর নয়। অনেক বক বক করলাম। আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ছোটো ভাই হিসেবে। দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয়/চমক নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিশেষ দ্রষ্টব্য: টিউন কপি করা থেকে বিরত থাকুন এবং মানসম্মত টিউন করার জন্য সচেষ্ট থাকুন।

 

 

 

 

 

 

 

ধন্যবাদ trickbdno1.com এর সাথে থাকার জন্য।

 

 

Comments

facebook comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here